Gujarat Lifts Liquor Ban: শুকনো মুখে থাকতে হবে না, আর ‘ড্রাই স্টেট’ নয় গুজরাত, সুরার উপর থেকে নিষেধাজ্ঞা উঠল
GIFT City: গুজরাত সরকারের তরফে বিজ্ঞপ্তি জারি করে এই ঘোষণা করা হয়েছে।
গাঁধীনগর: ‘ড্রাই স্টেট’-এর তকমা নিয়েই কেটেছে এতদিন। সুরীপ্রেমীদের জীবনে খরা কাটতে চলেছে এবার। গুজরাতে এবার সুরাপান করা যাবে। রাজ্য সরকারের তরফে জারি হল বিজ্ঞপ্তি। তবে দোকান থেকে খুচরো কেনা যাবে না, পানশালায় গিয়ে সুরার স্বাদ পেতে পারবেন তৃষ্ণার্তরা। (Gujarat Lifts Liquor Ban) বৈশ্বিক পরিবেশ গড়ে তুলতেই এমন সিদ্ধান্ত বলে জানানো হয়েছে রাজ্য সরকারের তরফে।
গুজরাত সরকারের তরফে বিজ্ঞপ্তি জারি করে এই ঘোষণা করা হয়েছে। জানানো হয়েছে, গুজরাত ইন্টারন্যাশনাল ফাইনান্স টেক-সিটির (GIFT) হোটেল, রেস্তরাঁ এবং ক্লাব ‘ওয়াইন এবং ডাইনে’র পরিষেবা থাকলে, সেখানে গিয়ে সুরাপান করা যাবে। নার্কোটিক্স এবং আবগারি দফতরের তরফে এই ঘোষণা করা হয়েছে। শুধু তাই নয়, GIFT সিটিতে কর্মরত মালিক এবং কর্মচারী পক্ষকেও সুরাপানের অনুমোদন দেওয়া হয়েছে। হোটেল, রেস্তরাঁ এবং ক্লাব থেকে সেই সুবিধা পেতে তাঁদের দেওয়া হবে ‘লিকার অ্যাকসেস পারমিট’। (GIFT City)
সুরাপানের অনুমোদন সংক্রান্ত যে নতুন বিধি এনেছে গুজরাত সরকার, সেই অনুযায়ী, বাইরে থেকে GIFT সিটির সংস্থাগুলিতে আগত অতিথিরাও হোটেল, রেস্তরাঁ, ক্লাবে গিয়ে সুরাপান করতে পারবেন। তবে যে সংস্থার অতিথি হয়ে আসবেন তাঁরা, সেই সংস্থার স্থায়ীপদে নিযুক্ত কোনও না কোনও কর্মীকে থাকতে হবে তাঁদের সঙ্গে।
GIFT সিটিতে ঢোকার মুখে যে সমস্ত হোটেল, রেস্তরাঁ, ক্লাব রয়েছে, তারাও FCL শংসাপত্র পেতে পারে, যার আওতায় সেখানেও খাবার এবং সুরা বিক্রি করা যাবে। তবে বোতলভর্তি সুরা বিক্রি করতে পারবে না তারা। গ্রাহকদের টেবিলে গ্লাসেই ঢেলে দিতে হবে। অর্থাৎ হোটেল, রেস্তরাঁ বা ক্লাবে সুরাসক্তি মিটিয়ে বেরোতে হবে গ্রাহকদের।
মহারাষ্ট্র ভেঙে পৃথক গুজরাত সৃষ্টি হলে, ছয়ের দশক থেকেই ‘ড্রাই স্টেট’ বলে পরিচিত হলেও, গুজরাতে কিছু সংস্থার কাছে সাময়িক ভিত্তিতে সুরা বিক্রির অনুমোদন রয়েছে। কিন্তু ব্যবসায়িক কাজে বিদেশিরা এসে বিপাকে পড়েন। তাঁদের কথা মাথায় রেখেই এমন সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে। গুজরাতের GIFT সিটি দেশের প্রথম গ্রিনফিল্ট স্মার্ট সিটি এবং আন্তর্জাতিক অর্থনৈতিক পরিষেবা কেন্দ্র। Oracle, Cyril, Bank of America, Citi Bank-এর মতো একাধিক বহুজাতিক সংস্থার দফতর রয়েছে সেখানে।