India-Pakistan Tension: ইসলামাবাদে মিসাইল হানা, একের পর এক বিস্ফোরণে কাঁপছে পাক রাজধানী
India-Pakistan Update : আঁধার নামল পাকিস্তানে। জারি ব্ল্যাকআউট। প্রতিটি হামলার যোগ্য জবাব দেওয়া হবে, জানালেন জয়শঙ্কর।

কলকাতা : এই মুহূর্তের সবথেকে বড় খবর, ভারতীয় সেনা বড়সড় হানা দিয়েছে পাক রাজধানীতে। বিরাট বিস্ফোরণের শব্দ ইসলামাবাদে। ইসলামাবাদে মিসাইল হানাও কর ভারত। পাকিস্তানের হামলার পাল্টা লাহৌরে ড্রোন হামলা করেছে ভারত। বিরাট অ্যাকশনে নেমেছে নৌবাহিনীও।
মিসাইল অ্যাটাকের চেষ্টা পাক সেনার
জানা যাচ্ছে, পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের ৯টি জায়গায় আঘাত হেনে একাধিক জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে ভারতীয় সেনা। পাল্টা হামলার চেষ্টা চালিয়ে যাচ্ছে পাকিস্তান। ভারতের সীমান্তবর্তী রাজ্যগুলিতে ড্রোন-হামলা, মিসাইল অ্যাটাকের চেষ্টা করে পাক সেনা। ভারতীয় সেনার তৎপরতায় সবকটি হামলাই ব্যর্থ হয়েছে।
মুখে ঝামা ঘষে দিচ্ছে ভারত
বলতে গেলে, বৃহস্পতিবার রাতের দিক থেকে ফের পাকিস্তানের মুখে ঝামা ঘষে দিচ্ছে ভারত। কখনও ডিফেন্সিভ অ্যাটাকে হামলা করতে আসা মিসাইল, ড্রোন থেকে পাক-যুদ্ধবিমান, পরপর গুঁড়িয়ে দিল ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম S-400। আবার কখনও পুরোদস্তুর অ্যাটাকিং মোডে পাকিস্তানে ঢুকে করা হল জোরালো প্রত্যাঘাত।
শেষ পাওয়া খবর অনুসারে, পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ থেকে করাচি, লাহোর, বাহাওয়ালপুর, শিয়ালকোট -এর মতো পাকিস্তানের একের পর এক গুরুত্বপূর্ণ শহরগুলিকে টার্গেট করছং ভারতীয় সেনাবাহিনী । ভারত আরও একবার বুঝিয়ে দিতে চায়, শত্রুদের শিক্ষা দিতে কতটা সুকৌশলে ঘুঁটি সাজিয়েছে তারা। এই পরিস্থিতিতে আরও একবার সামনে চলে এসেছেন পাক-অন্দরমহলের নাস্তানাবুদ অবস্থা।
মঙ্গলবার গভীর রাতে 'অপারেশন সিঁদুর'-এ দেওয়া হয়েছে পহেলগাঁও হামলার জবাব। পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে ঢুকে গুঁড়িয়ে দেওয়া হয়েছে ৯টি জঙ্গি ঘাঁটি। তারপর পাকস্তান থামেনি। ঝাঁকে ঝাঁকে ড্রোন ঢুকিয়ে দিয়েছে ভারতের আকাশ সীমায়। সীমান্তের ওপার থেকে ছুড়েছে শেল।এই সব হানার উপযুক্ত জবাব দেওয়া হবে বলে, জানিয়ে দিয়েছেন জয়শঙ্কর।
জলন্ধরে ২টি পাক ড্রোন ধ্বংস করেছে ভারত। পাকিস্তানের ৩ শহরে ডিফেন্স সিস্টেম ধ্বংস করেছে ভারত। একসঙ্গে অ্যাকশনে নেমেছে ভারতের স্থল, জল, বায়ুসেনা। আরব সাগরে ভারতের নৌবাহিনী অ্যাকশন শুরু করেছে বলে খবর পাওয়া গিয়েছে সূত্র মারফত। যদিও সেনাবাহিনীর তরফে নির্দিষ্ট তথ্য এখনও জানানো হয়নি। বৃহস্পতিবারই ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী বৈঠক করছেন বিএসএফের ডিজির সঙ্গে। আরও পোক্ত করা হয়েছে সীমান্তের নিরাপত্তা। আঘাত করলেই সঙ্গে সঙ্গে প্রত্যাঘাত। ক্ষতির চেষ্টা করা হলেই পাল্টা কয়েক গুণ বেশি ক্ষতি। পাকিস্তানের জন্য আপাতত এই কৌশলেই অপারেশন চালাচ্ছে ভারত।






















