এক্সপ্লোর
না শুধরোলে পাকিস্তানের ভিতরে ঢুকে সন্ত্রাসবাদী ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হবে! হুঁশিয়ারি জম্মু ও কাশ্মীরের রাজ্যপালের
পাক অধিকৃত কাশ্মীরে সেনাবাহিনীর সন্ত্রাসবাদী ঘাঁটির ওপর হামলা সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মালিক বলেন, যুদ্ধবিগ্রহ খারাপ ব্যাপার। পাকিস্তানের নিজেকে সংযত করা উচিত। ওরা নিজেদের সংশোধন না করলে ভবিষ্যতে গতকাল যা ঘটেছে, তার চেয়েও খারাপ কিছু হবে।

শ্রীনগর: পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি জম্মু ও কাশ্মীরের রাজ্যপাল সত্যপাল মালিকের। পাকিস্তানের ক্রমাগত যুদ্ধবিরতি ভাঙার পাল্টা পাক অধিকৃত কাশ্মীরে সন্ত্রাসবাদী হামলার লঞ্চ প্যাড গুঁড়িয়ে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী। রবিবারের অভিযানে একাধিক সন্ত্রাসবাদী, কয়েকজন পাক সেনাও নিহত হয়েছে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত। এই প্রেক্ষাপটে মালিক সোমবার ইসলামাবাদকে বার্তা দিয়েছেন, ওরা নিজেদের না শুধরোলে আমরা ওদের ভূখণ্ডের আরও ভিতরে ঢুকে পড়ব। সেখানকার সন্ত্রাসবাদী ঘাঁটিগুলি সম্পূর্ণ ধ্বংস করব। পাক অধিকৃত কাশ্মীরে সেনাবাহিনীর সন্ত্রাসবাদী ঘাঁটির ওপর হামলা সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মালিক বলেন, যুদ্ধবিগ্রহ খারাপ ব্যাপার। পাকিস্তানের নিজেকে সংযত করা উচিত। ওরা নিজেদের সংশোধন না করলে ভবিষ্যতে গতকাল যা ঘটেছে, তার চেয়েও খারাপ কিছু হবে। শনিবার সন্ধ্যায় কাশ্মীরের কুপওয়ারার কারনাহতে পাকিস্তানের বেলাগাম, বিনা প্ররোচনায় গুলিচালনায় দুজন ভারতীয় সেনা জওয়ান ও একজন নিরপরাধ নাগরিক নিহত হওয়ার পর গতকাল সমুচিত জবাব দেয় ভারতীয় সেনাবাহিনী। পাকিস্তানি হামলায় তিনজন জখমও হন, ভারতীয় ভূখন্ডে একটি বাড়ি, দুটি গোয়াল, একটি চালের গোডাউন পুরোপুরি ধ্বংস হয়। পাল্টা জবাবে ভারতীয় সেনাবাহিনীর কামান হামলায় ৬-১০ জন পাক সেনা ও ডজনখানেক জঙ্গি নিয়ন্ত্রণরেখা বরাবর তাংধর সেক্টরের উল্টোদিকে নিলম উপত্যকায় নিহত হয় বলে জানা গিয়েছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















