এক্সপ্লোর
Advertisement
চুরি হয়েছে মোবাইল ফোন? জেনে নিন, কী করবেন
IMEI-এর ফুল ফর্ম ইন্টারন্যাশনাল মোবাইল ইকুইপমেন্ট আইডেন্টিটি। ১৫ সংখ্যার এই নম্বর ফোনের আইডেন্টিটি সার্টিফিকেট। IMEI নম্বর বদলানো যায় না। তাই কোথাও লিখে রাখুন অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নম্বর।
নয়াদিল্লি: আজকাল যখন তখন মোবাইল ফোন চুরি-ছিনতাই হচ্ছে। বাসে জানালার ধারে আনমনে বসে আছেন, হঠাৎ রাস্তা দিয়ে কেউ এসে ছিনিয়ে নিয়ে গেল হাতের ফোনটা। এমনটা কিন্তু আকছার হচ্ছে। আর একবার মোবাইল চুরি হলে বেশ কিছু সমস্যায় পড়তে হয়। এই পরিস্থিতিতে কী করবেন, চলুন, দেখা যাক।
ফোন হারিয়ে গেলে বা চুরি হলে আপনি ফোনের IMEI নম্বর দিয়ে তা খুঁজে পেতে পারেন। এই নম্বরের সাহায্যে সহজেই ফোন ট্র্যাক করা যায়। এ জন্য আপনাকে IMEI ফোন ট্র্যাকার অ্যাপ ডাউনলোড করতে হবে। গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন এই অ্যাপ। এবার জানা যাক, IMEI নম্বর জানবেন কীভাবে। যে বাক্সয় ফোন দেওয়া হয়েছে, তাতে ছাপা বার কোডের ওপর লেখা থাকে এই নম্বর। এই নম্বর ১৫ সংখ্যার হয়।
কী এই IMEI নম্বর?
IMEI-এর ফুল ফর্ম ইন্টারন্যাশনাল মোবাইল ইকুইপমেন্ট আইডেন্টিটি। ১৫ সংখ্যার এই নম্বর ফোনের আইডেন্টিটি সার্টিফিকেট। IMEI নম্বর বদলানো যায় না। তাই কোথাও লিখে রাখুন অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নম্বর।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
স্বাস্থ্য
জেলার
ক্রিকেট
Advertisement