India Pakistan Tension : এবার আটকানো হল চেনাবের জলও, আরও প্যাঁচে পাকিস্তান, শুকিয়ে কাঠ হওয়ার আশঙ্কা
Pahalgam Attack : বাগলিহার বাঁধের গেট বন্ধ করে ভারত পাকিস্তানে চেনাব নদীর জলস্তর কমিয়ে দিয়েছে। যার ফলে পাকিস্তানে চেনাবের জল প্রবাহ কার্যত ৯০% কমে গিয়েছে।

নয়াদিল্লি : পহেলগাঁওতে জঙ্গি হামলায় ২৬ জনের মৃত্যুর পর সিন্ধু জলবন্টন চুক্তি স্থগিত করে দিয়েছে মোদি সরকার। পাকিস্তানের ৮০ শতাংশ কৃষিকাজই সিন্ধুর জলের উপর নির্ভরশীল। কারণ করাচি, লাহৌর, থেকে মুলতান, সব জায়গারই লাইফলাইন হল সিন্ধুর জল। ভারত জলচুক্তি সিন্ধু স্থগিত করতেই, পাকিস্তানের মাথায় হাত পড়েছে! আর এবার আবারও খাঁড়ার দিয়েছে ভারত। হেলগাঁওয়ে জঙ্গি হামলার প্রত্যাঘাতে আবারও ওয়াটার স্ট্রাইক করেছে ভারত। জম্মু কাশ্মীরের রামবান জেলায় চেনাব নদীর জল আটকানোর সিদ্ধান্ত নেওয়া হয়। বাগলিহার বাঁধ থেকে জলপ্রবাহ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত হয়। এর পরই উদ্বেগ ও অশান্তি সৃষ্টির আশঙ্কা করছে জম্মু - কাশ্মীর পুলিশ।
সিন্ধু জলবণ্টন চুক্তি স্থগিত রাখার সিদ্ধান্তের পর বাগলিহার বাঁধের গেট বন্ধ করে ভারত পাকিস্তানে চেনাব নদীর জলস্তর কমিয়ে দিয়েছে। যার ফলে পাকিস্তানে চেনাবের জল প্রবাহ কার্যত ৯০% কমে গিয়েছে। পহেলগাঁও হামলার পর ভারতের এই পদক্ষেপকে একটি বড় সিদ্ধান্ত হিসেবে দেখা হচ্ছে। কারণ এরপর কিষাণগঙ্গা বাঁধের ব্যাপারেও একই ধরনের পদক্ষেপ নেওয়া হতে পারে বলে জানা গিয়েছে। এতটা জলস্তর হ্রাসের ফলে পাকিস্তানের কৃষি ও পরিবেশের উপর তীব্র প্রভাব পড়বে বলে মনে করা হচ্ছে। এর ফলে পাকিস্তান আরও বিপাকে পড়তে পারে।
এর আগে পহেলগাঁওকাণ্ডে ২৬ জনের মৃত্যুর পর সিন্ধু জলবণ্টন চুক্তি স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় ভারত। এর ফলে হায় হায় করছে পাকিস্তানের বস্ত্র, চিনি উৎপাদনকারী সংস্থাগুলো। এরপর সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে নিয়ন্ত্রণরেখার ওপার থেকে লাগাতার গুলিবর্ষণ চালিয়ে যাচ্ছে পাক সেনা। পাল্টা গুলির পাশাপাশি, এবার চেনাবের জল আটকে জবাব দিয়েছে ভারত।
ভারত সিন্ধুর জলবণ্টন চুক্তি বাতিল করার পর শুরু হয়েছে পাকিস্তানের ফাঁপা হুমকি,হুঁশিয়ারি!পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী ফাঁপা হুঁশিয়ারি দিয়ে বলেছে, ভারত যদি সিন্ধুর জল আটকাতে কোনও নির্মাণ করে, পাকিস্তান তা ধ্বংস করে দেবে। এছাড়াও এনিয়ে হুমকির সুর শোনা গিয়েছে পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্য়ান বিলাবল ভুট্টো জারদারির গলায়। ফাঁকা হুঁশিয়ারি দেন খোয়াজা আসিফও। এবার চন্দ্রভাগার জল আটকানোর পর কী করে পাকিস্তান সেটাই দেখার।
অন্যদিকে ভারত পাকিস্তানের মধ্যে তীব্র টানাপোড়েনের প্রেক্ষাপটে জম্মু জেলায় উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। পুরো এলাকা জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। জম্মু কাশ্মীর পুলিশকে বিশেষ করে সংবেদনশীল অঞ্চল, নির্মাণ এবং বিশেষত সংশোধনাগারের আশেপাশে নিরাপত্তা বৃদ্ধির নির্দেশ দেওয়া হয়েছে। শহরের সমস্ত চেকপোস্টে নিরাপত্তা জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে।






















