India Corona : দেশজুড়ে নিম্নমুখী করোনা সংক্রমণ, চিন্তা পজিটিভিটি রেট নিয়ে
Covid 19 : কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ২ লক্ষ ৩৯ হাজার ৭৫১ টি করোনা পরীক্ষা হয়েছে। এই মুহূর্তে দেশে করোনার পজিটিভিটি রেট ৭.০৩ শতাংশ।
নয়াদিল্লি : দেশে করোনায় দৈনিক সংক্রমণ (Covid Cases) কিছুটা কমলেও সক্রিয় রোগীর সংখ্যা এখনও দেড়লক্ষের বেশি। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় (২৪ জুলাইয়ের হিসেব) দেশে করোনায় (corona) আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ৮৬৬ জন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ২০ হাজার ২৭৯। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৪১ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৩৬। এখনও পর্যন্ত দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫ লক্ষ ২৬ হাজার ৭৪ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৩৯ লক্ষ ৫ হাজার ৬২১। এর পাশাপাশি, দেশে সক্রিয় রোগীর সংখ্যা (active corona cases) কমে হয়েছে ১ লক্ষ ৫০ হাজার ৮৭৭।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ২ লক্ষ ৩৯ হাজার ৭৫১ টি করোনা পরীক্ষা হয়েছে। যার মধ্যে ১৬ হাজার ৮৬৬ জনের রেজাল্ট পজিটিভ। যার জেরে গত একদিনের ভিত্তিতে এই মুহূর্তে দেশে করোনার পজিটিভিটি রেট (psotivity rate) ৭.০৩ শতাংশ। কোভিডের সাপ্তাহিক পজিটিভিটি রেটের (৪.৪৯ শতাংশ) থেকে যা কিছুটা বেশি। যদিও স্বস্তির খবর, গত ২৪ ঘণ্টায় দেশে করোনামুক্ত হয়েছেন ১৮ হাজার ১৪৮ জন।
কোভিডের সংক্রমণের গ্রাফ দেশজুড়ে নিম্নমুখী হলেও সতর্কতা অবলম্বনের বিষয়টি বারবার মনে করিয়ে দিচ্ছেন চিকিৎসকরা। পাশাপাশি চিকিৎসকদের একাংশের মতে, আগের মতো করোনা পরীক্ষার বিষয়ে যে সতর্কতা দেশবাসী অবলম্বন করতেন, ঘাটতি পড়েছে সেদিকেও। অনেক বেশি সংখ্যক করোনা আক্রান্তের ক্ষেত্রে দেখা মিলছে না কোনও উপসর্গেরও। সেই অবস্থাতেই করোনাবিধি মেনে নিজেদের ও পরিবারের লোকজনকে সুস্থ রাখার কথা ও দায়িত্ব মনে করিয়ে দিচ্ছেন চিকিৎসক থেকে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। জোর দিচ্ছেন মাস্ক ব্যবহার চালিয়ে যাওয়ার ক্ষেত্রে।
প্রসঙ্গত, কয়েক সপ্তাহ আগেই রাজ্যে উপসর্গহীন করোনা আক্রান্তের সংখ্যা বাড়ার ছবি ধরা পড়েছিল। উদ্বেগজনক ছবি সামনে এসেছিল স্বাস্থ্য দফতরের পঞ্চম সেন্টিনেল সার্ভেতে। স্বাস্থ্য দফতরের সমীক্ষা রিপোর্ট জানিয়েছিল, রাজ্যের ৯টি জেলা এবং নন্দীগ্রাম ও বসিরহাট স্বাস্থ্য জেলায় পজিটিভিটি রেট ১০ শতাংশের বেশি। কোথাও কোথাও যা ২০ শতাংশ ছাড়িয়ে গিয়েছে। এই প্রেক্ষিতে জেলা এবং স্বাস্থ্য জেলা মিলিয়ে ১১টি জায়গাকে বিপজ্জনক হিসেবে লাল তালিকাভুক্ত করা হয়েছে। হলুদ তালিকাভুক্ত হয়েছে রামপুরহাট স্বাস্থ্য জেলা ও ৮টি জেলাকে। একমাত্র স্বস্তিদায়ক পরিস্থিতিতে রয়েছে মুর্শিদাবাদ। সেখানে পজিটিভিটি রেট ১ শতাংশের নীচে।
আরও পড়ুন- জ্বর নিয়ে আসা ৭০ শতাংশ শিশুর Rapid টেস্ট করালেই করোনা পজিটিভ : ডা. অপূর্ব ঘোষ
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )