এক্সপ্লোর
Coronavirus : জ্বর নিয়ে আসা ৭০ শতাংশ শিশুর Rapid টেস্ট করালেই করোনা পজিটিভ : ডা. অপূর্ব ঘোষ
জ্বর নিয়ে আসা ৭০ শতাংশ শিশুর Rapid টেস্ট করালেই করোনা পজিটিভ : ডা. অপূর্ব ঘোষ
1/9

ভারতে আছড়ে পড়েছে করোনার চতুর্থ ঢেউ! হু হু করে বাড়ছে সংক্রমণ। বড়দের পাশাপাশি, মারাত্মক হারে আক্রান্ত হচ্ছে শিশুরা।
2/9

কলকাতার বিশিষ্ট চিকিৎসক অপূর্ব ঘোষ জানালেন, যে সব শিশুরা তাঁর কাছে জ্বর নিয়ে আসছে, তাঁদের ৭০ শতাংশই করোনার Rapid টেস্টে পজিটিভ হচ্ছে। চিকিৎসকের কথায়, এত বড় এপিডেমিক আগে দেখিনি।
3/9

চিকিৎসক জানালেন, শিশুদের জ্বর আসছে। খুব যে শ্বাস কষ্ট হচ্ছে , এমনটাও নয়। পরীক্ষা করলেই পজিটিভ আসছে রিপোর্ট।
4/9

তবে আশার কথা একটাই ' সিরিয়াস কেস খুব একটা নেই ' । এই পরিস্থিতিতে কীভাবে সতর্ক থাকবেন? জানাচ্ছেন চিকিৎসক অপূর্ব ঘোষ।
5/9

অবশ্যই করোনা টেস্ট করানো উচিত। শিশুকে আইসোলেশনে রাখা উচিত। স্কুল বা কোচিং ক্লাসে একেবারেই পাঠানো উচিত নয়।
6/9

পাশাপাশি শিশুদের মাস্ক ও স্যানিটাইজার ব্যবহারে অভ্যস্ত করানোর কথাও বলছেন চিকিত্সকরা।
7/9

বিশেষজ্ঞরা বলছেন, সংক্রমণ বাড়লেও, চিন্তার কিছু নেই। প্রয়োজন শুধু সতর্কতার। আর তার ধাপ গুলি বড়দের থেকে আলাদা কিছু নয়।
8/9

তবে ছোটদের করোনা থেকে রক্ষা করতে বড়দেরও সময়মতো প্রিকশনারি ডোজ নিতে হবে। মেনে চলতে হবে করোনা বিধি। নইলে বড়দের থেকেই ছোটরা আক্রান্ত হয় বেশি।
9/9

শিশুদের করোনা ভ্যাকসিন এখনও বের হয়ি। কিন্তু আবশ্যিক ভ্যাকসিনগুলো মনে করে দিয়ে দিতে হবে শিশুকে, যাতে করোনা আবহে অন্য রোগ না ঘাড়ে চেপে বসে।
Published at : 05 Jul 2022 12:49 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement






















