India Covid: ফের তিন হাজারের উপর দৈনিক সংক্রমণ, একদিনে মৃত্যু পেরোল ৫০
Coronavirus in India: কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ২৭৫ জন।
নয়াদিল্লি: ফের তিন হাজার পেরিয়ে গেল দেশে করোনায় দৈনিক আক্রান্তের সংখ্যা। টানা পাঁচদিন ধরে দেশে দৈনিক করোনা সংক্রমণ তিন হাজারের উপর ছিল। গত মঙ্গলবার ফের স্বস্তি দিয়ে তিন হাজারের নীচে নেমেছিল দৈনিক কোভিড সংক্রমণ। কিন্তু ফের তা পেরিয়ে গেল তিন হাজারের গন্ডি।
দেশের সর্বশেষ কোভিডগ্রাফ:
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ২৭৫ জন।
গতকালA দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল তিন হাজারের উপর।
ভারতে এখন অ্যাক্টিভ করোনা আক্রান্ত ১৯ হাজার ৭১৯।
গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃতের সংখ্যা ৫৫ জনের।
গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৩১।
এই নিয়ে দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৫ লক্ষ ২৩ হাজার ৯৭৫ জনের।
দেশে এখন কোভিড থেকে সুস্থতা হার ৯৮.৭৪ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় সংক্রমণমুক্ত ৩০১০ জন।
গত ২৪ ঘণ্টায় মোট কোভিড পরীক্ষা হয়েছে ৪ লক্ষ ২৩ হাজার ৪৩০ জনের।
নতুন গবেষণা:
কীভাবে ছড়ায় কোভিড সংক্রমণ? বিশ্বে সংক্রমণ ধরা পড়ার গোড়ার সময় থেকেই বারবার এই নিয়ে গবেষণা হয়েছে। বিভিন্ন কারণ উঠে এসেছে। তার মধ্যে একটি কারণ ছিল কোভিড ভাইরাসের বায়ুবাহিত হওয়া। ফের একবার ওই আশঙ্কার দিকেই দিক নির্দেশ করল নতুন একটি গবেষণা। হায়দ্রাবাদ এবং মোহালির হাসপাতালগুলিতে সঙ্গে হায়দ্রাবাদের CSIR-CCM এবং চন্ডীগড়ের CSIR-IMTech-এর একদল বিজ্ঞানীর দীর্ঘ যৌথ গবেষণায় সার্স কোভি়ডের (SARS-CoV-2) এর বায়ুবাহিত সংক্রমণ নিয়ে নিশ্চিত হওয়া গিয়েছে। জার্নাল অফ অ্যারোসল সায়েন্সে (Journal of Aerosol Science) প্রকাশিত হয়েছে গবেষণাটি।
আরও পড়ুন: হাওয়ায় ভাসে কোভিড ভাইরাস, তত্ত্বে সিলমোহর নয়া গবেষণায়
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )