এক্সপ্লোর
শ্রীলঙ্কাকে ৭ উইকেটে হারিয়ে দ্বিতীয় টি২০ জিতে নিল টিম ইন্ডিয়া
৪ মাস পর আজ আন্তর্জাতিক টুর্নামেন্টে ফেরেন জসপ্রীত বুমরাহ। কিন্তু তেমন পারফর্ম করতে পারেননি তিনি, ১ উইকেট নেন, দেন ৩২ রান।

ইন্দোর: শ্রীলঙ্কাকে ৭ উইকেটে হারিয়ে ইন্দোরে দ্বিতীয় টি২০ ম্যাচে জয় পেল ভারত। এর ফলে ৩ ম্যাচের সিরিজে ১-০ এগিয়ে গেল তারা। প্রথমে ব্যাট করে ৯ উইকেট খুইয়ে ১৪২ রান করে শ্রীলঙ্কা। জবাবে ১৭.৩ ওভারে ৩ উইকেটের বিনিময়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় মেন ইন ব্লু। প্রথমে ব্যাট করার ডাক পেয়ে ৯ উইকেটে মাত্র ১৪২ রান তুলতে পারে শ্রীলঙ্কা দল। কুশল পেরেরা করেন সর্বোচ্চ ৩৪। শার্দুল ঠাকুর ২৩ রানে নেন ৩ উইকেট ও নবদীপ সাইনি ১৮ রানে ২। অপেক্ষাকৃত কম টার্গেট থাকায় প্রথম থেকেই হাত খুলে খেলে টিম ইন্ডিয়া। লোকেশ রাহুলের ব্যাটিং দেখে বোঝা যাচ্ছিল, দ্রুত ম্যাচ শেষ করার সিদ্ধান্ত নিয়েছে দল। শ্রীলঙ্কার অধিনায়ক লসিথ মালিঙ্গার বলে বলে বাউন্ডারি মারেন তিনি। রাহুল ৩২ বলে করেন ৪৫ ও শিখর ধবন ২৯ বলে ৩২। দুই ওপেনারের সুবাদে ৭১ রান উঠে যায় স্কোরবোর্ডে। এরপর শ্রেয়স আয়ার করেন ২৬ বলে ৩৪ ও অধিনায়ক বিরাট কোহলি ১৭ বলে অপরাজিত ৩০। ৬ মেরে দলকে ১৪৪-এ পৌঁছে দেন কোহলি। রাহুল অবশ্য অর্ধশতকে পৌঁছনোর আগে আউট হয়ে যান। বাহিন্দু হাসরাঙ্গার (২ উইকেটে ৩০) গুগলি বুঝতে না পেরে বোল্ড হয়ে যান তিনি। এরপর হাসরাঙ্গা এলবিডব্লিউ করেন ধবনকে। কিন্তু শ্রেয়স আয়ারের হাতে তিনি মার খেয়ে যান। শ্রেয়স হাসরাঙ্গাকে ২ বাউন্ডারি ও লং অনের ওপর দিয়ে বিরাট এক ওভার বাউন্ডারি মারেন। জয় থেকে ৬ রান দূরে থাকা অবস্থায় লাহিরু কুমারার শর্ট পিচ বলে ক্যাচ তুলে আউট হয়ে যান শ্রেয়স। কিন্তু কোহলি ওই ওভারেরই তৃতীয় বলে লং লেগের ওপর দিয়ে মেরে দেন জয়ের ছক্কা। শ্রীলঙ্কার বিরুদ্ধে টি২০ ম্যাচে এটি ভারতের দ্বাদশ জয়। ৪ মাস পর আজ আন্তর্জাতিক টুর্নামেন্টে ফেরেন জসপ্রীত বুমরাহ। কিন্তু তেমন পারফর্ম করতে পারেননি তিনি, ১ উইকেট নেন, দেন ৩২ রান। ভারত-শ্রীলঙ্কা প্রথম টি২০ ম্যাচ বৃষ্টির কারণে ভেস্তে যায়।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















