Elections 2022 Predictions: পাঁচ রাজ্যের বিধানসভা ভোটে ৪টিতে এগিয়ে বিজেপি, ইঙ্গিত এবিপি-সি ভোটার সমীক্ষায়
ABP Cvoter Survey for Elections 2022 বিজেপি ধাক্কা খেতে পারে পঞ্জাবে, বলছে সমীক্ষা...
নয়াদিল্লি: আগামী বছরের গোড়ায় পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচন হতে চলেছে। এর মধ্যে, সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজ্য হল উত্তরপ্রদেশ। এছাড়া ভোট হবে পঞ্জাব, গোয়া, মণিপুর ও উত্তরাখণ্ডে।
তার আগে, ভোটারদের মন বোঝার চেষ্টা করতে একটি জনমত সমীক্ষা চালায় এবিপি ও সি-ভোটার। সেখানে ভোটারদের মন ও ভোটের আবহ সম্পর্কে একটা সম্যক ধারণা তৈরি করা হয়েছে।
এবিপি-সি ভোটার সমীক্ষা অনুযায়ী, হাই-ভোল্টেজ রাজ্য উত্তরপ্রদেশে বিরোধীদের পিছনে ফেলে এগিয়ে বিজেপি। এছাড়া, আরও তিন রাজ্য-- গোয়া, মণিপুর ও উত্তরাখণ্ডেও এগিয়ে গেরুয়া শিবির।
অন্যদিকে, এবিপি-সি ভোটার সমীক্ষা অনুযায়ী, পঞ্জাবে একক বৃহত্তম দল হিসেবে উঠে আসতে পারে আম আদমি পার্টি। যদিও, সমীক্ষা অনুযায়ী, অবরিন্দ কেজরিওয়ালের দল একক সংখ্যাগরিষ্ঠতা পাবে না।
উত্তরপ্রদেশ (Uttar Pradesh)
এবিপি-সি ভোটার সমীক্ষা অনুযায়ী, বিজেপি নেতৃত্বাধীন জোট ৪০৩-সদস্যের বিশিষ্ট উত্তরপ্রদেশ বিধানসভায় ২৬৩টি আসন জিততে পারে, পেতে পারে ৪১.৮ শতাংশ ভোট।
১১৩ আসন জিতে দ্বিতীয় স্থান দখল করতে পারে সমাজবাদী পার্টি। পেতে পারে ৩০.২ শতাংশ ভোট। সমীক্ষা অনুযায়ী, মায়াবতী নেতৃত্বাধীন বহুজন সমাজ পার্টি পেতে পারে মাত্র ১৪টি আসন। ভোট শতাংশের হার ১৫.৭।
উত্তরাখণ্ড (Uttarakhand)
এবিপি-সি ভোটার সমীক্ষা অনুযায়ী, ৭০ সদস্যের উত্তরাখণ্ড বিধানসভায় ৪৪-৪৮ আসন পেতে পারে বিজেপ-জোট। কংগ্রেস পেতে পারে ১৯-২৩ আসন।
আসন্ন ভোটে এই পাহাড়ি রাজ্যে আত্মপ্রকাশ করতে চলেছে আম আদমি পার্টি। সমীক্ষা অনুযায়ী, তারা পেতে পারে ০-৪টি আসন। অন্যান্যরা পেতে পারে ০-২টি আসন।
গোয়া (Goa)
এবিপি-সি ভোটার সমীক্ষা অনুযায়ী, ৪০ সদস্যের গোয়া বিধানসভায় চালকের আসনে থাকতে পারে বিজেপি। সমীক্ষা অনুযায়ী, ২৪টি আসন দখল করতে পারে গেরুয়া শিবির।
মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে অধিকাংশ মানুষের পছন্দ বর্তমান মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা প্রমোদ সবন্ত। ৩৩ শতাংশ মানুষ তাঁকেই ফের মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চান।
উল্লেখযোগ্যভাবে, এবিপি-সি ভোটার সমীক্ষা অনুযায়ী, কংগ্রেসকে হঠিয়ে রাজ্যে প্রধান বিরোধী দল হিসেবে উঠে আসতে পারে আম আদমি পার্টি। তারা পেতে পারে ২২.২ শতাংশ ভোট। জিততে পারে ৬টি আসন। অন্যদিকে, কংগ্রেস জিততে পারে ৫টি আসন। পেতে পারে ১৫.৪ শতাংশ ভোট।
মণিপুর (Manipur)
এবিপি-সি ভোটার সমীক্ষা অনুযায়ী, বিজেপি নেতৃত্বাধীন জোট ৩৪টি আসন জিততে পারে। পেতে পারে ৪০.৫ শতাংশ ভোট। কংগ্রেস জোট জিততে পারে ২০টি আসন, পেতে পারে ৩৪.৫ শতাংশ ভোট।
২০১৭ নির্বাচনে ৬০ আসনের মধ্যে কংগ্রেস জিতেছিল ২৮টি। সংখ্যাগরিষ্ঠতা থেকে ৩টি আসন কম পেয়েছিল তারা। কিন্তু, ১১ নির্দলকে সঙ্গে নিয়ে সরকার গঠন করছিল ২১ আসন জিতে দ্বিতীয় স্থানে থাকা বিজেপি।
পঞ্জাব (Punjab)
এবিপি-সি ভোটার সমীক্ষা অনুযায়ী, পাঁচ রাজ্যের মধ্যে একমাত্র পঞ্জাবেই কিছুটা হলেও ব্যাকফুটে যেতে পারে বিজেপি। চমকে দিয়ে ৫৫টি আসন জিতে একক বৃহত্তম দল হিসেবে উঠে আসতে পারে আম আদমি পার্টি। পেতে পারে ৩৫ শতাংশ ভোট। এবিপি-সি ভোটার সমীক্ষা অনুযায়ী, দ্বিতীয় স্থানে থাকতে পারে কংগ্রেস। জিততে পারে ৪২ আসন।