New Karnataka CM: কর্ণাটকের নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন বাসবরাজ বোম্মাই
কর্ণাটকের বিজেপি পর্যবেক্ষক তথা কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান মঙ্গলবার সন্ধেয় যে ঘোষণা করেন
বেঙ্গালুরু : বিএস ইয়েদুরাপ্পার ছেড়ে যাওয়া আসনে বসছেন বাসবরাজ এস বোম্মাই। কর্ণাটকের বিজেপি পর্যবেক্ষক তথা কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান মঙ্গলবার সন্ধেয় ঘোষণা করেন কর্ণাটকের পরবর্তী মুখ্যমন্ত্রী হচ্ছেন বাসবরাজ এস বোম্মাই। যে ঘোষণার সঙ্গে ধর্মেন্দ্র প্রধানের সঙ্গে ছিলেন বিজেপির কর্ণাটকের অপর পর্যবেক্ষক জি কিসান রেড্ডি। পরে রাতের দিকে জানানো হয় বুধবার সকাল ১১টায় রাজভবনে শপথ নেবেন তিনি।
লিঙ্গায়েত নেতা বাসবরাজ নিজে ইয়েদুরাপ্পা ঘনিষ্ঠ হিসেবেই কর্ণাটকের রাজনীতিতে পরিচিত। তাই যে খবর প্রকাশ পেতেই ট্যুইট করে শুভেচ্ছাবার্তা জানিয়ে ইয়েদুরাপ্পা লেখেন, 'কর্ণাটকের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত হওয়ার জন্য বিএস বোম্মাইকে অনেক অভিনন্দন। ভরসা রাখি তোমার যোগ্য নেতৃত্বে কর্ণাটক উন্নয়ন ও রাজ্যবাসীর প্রত্যাশা পূরণের পথে দারুণভাবে এগিয়ে যেতে পারবে।' বাসবরাজ বোম্মাইয়ের বাবা এসআর বোম্মাই কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার সামলেছেন। যিনি জনতা দল ইউনাইটেড ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে যোগ দেন।
গতকাল হঠাৎই কর্ণাটকের মুখ্যমন্ত্রীর পদ ছাড়ার সিদ্ধান্ত ঘোষণা করেন বিএস ইয়েদুরাপ্পা। মধ্যাহ্নভোজের পর দুপুরেই রাজ্যপালের কাছে গিয়ে তাঁর হাতে পদত্যাগপত্র তুলে দেন কর্ণাটকের চারবারের মুখ্যমন্ত্রী। ২ বছরের মেয়াদ শেষে ইস্তফার সিদ্ধান্ত নেন তিনি। যদিও সূত্রের খবর, কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে বনিবনার অভাবে গত ১০ জুলাইতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে তাঁর ইস্তফাপত্র এক বিশ্বাসযোগ্য নেতার মাধ্যমে পাঠিয়ে দিয়েছিলেন তিনি।
২০২৩-এ কর্ণাটকে বিধানসভা নির্বাচন হওয়ার কথা। উল্লেখ্য, গত বিধানসভা নির্বাচনে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠ দল হলেও সরকার গঠনের জন্য সংখ্যাগরিষ্ঠতা পায়নি। কংগ্রেস ও জেডিএস মিলে জোট সরকার গঠন করেছিল। মুখ্যমন্ত্রী হয়েছিলেন কুমারস্বামী। কিন্তু দলবদলের জেরে কংগ্রেস-জেডিএস সরকার সংখ্যাগরিষ্ঠতা হারায়। সরকার গঠন করে বিজেপি। মুখ্যমন্ত্রী হয়েছিলেন বিএস ইয়েদুরাপ্পা।
বিগত কয়েকটি উপনির্বাচনে কর্ণাটকে বিজেপির ফল ভালো হয়নি। ইয়েদুরাপ্পার জনপ্রিয়তার ভাঁটার টানও কয়েকটি সমীক্ষায় উঠে এসেছিল বলে সূত্রের খবর। এ জন্য কেন্দ্রীয় নেতৃত্ব তাঁকে মুখ্যমন্ত্রী পদ থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। যে সিদ্ধান্ত বর্ষীয়ান বিজেপি নেতাকে যে বেশ আবেগপ্রবণ করেছিল, সেটাও সামনে উঠে আসে।