Building Collapses in Bandra: মুম্বইয়ে পুরনো বাড়ির একাংশ ভেঙে নিহত ১, আহত ৪
ধ্বংসস্তূপ থেকে ১৭ জনকে উদ্ধার হয়েছে
মুম্বই: গভীর রাতে মুম্বইয়ের বান্দ্রায় ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ। একজনের মৃত্যু হয়েছে। আহত ৪ জন।
গতকাল রাত পৌনে ২টো নাগাদ একটি বাড়ির দেওয়াল ভেঙে পাশের একটি বাড়ির ওপর পড়ে। ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। ধ্বংসস্তূপ থেকে ১৭ জনকে উদ্ধার হয়েছে।
পূর্ব বান্দ্রা অঞ্চলে খেরওয়াড়ি রোডে অবস্থিত রাজ্জাক চৌলের একাংশ গতকাল গভীর রাতে ভেঙে পড়ে। দুতলা ওই বাড়ির একাংশ আচমকা হুড়মুড়িয়ে ভেঙে পড়ে যায়।
বিকট শব্দে ও চিৎকারে সকলের ঘুম ভেঙে যায়। স্থানীয়রা বেরিয়ে এসে উদ্ধারকার্যে হাত লাগান। তাঁরা ধ্বংসস্তূপ থেকে ৬ জনকে উদ্ধার করেন। পরে, দমকল এসে আরও ১১ জনকে উদ্ধার করে।
এই ঘটনায় একজন মারা গেছেন। রিয়াজ আহমেদ নামে ২৮ বছরের ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।
আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন এক মহিলা সহ ৪ জন। এঁরা হলেন সলমন খান, রাহুল খোট, রোহন খোট ও লতা খোট। সকলের অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে।
এদিকে, ঘটনাকে বৃহন্মুম্বই পুরসভা গুরুত্ব দিচ্ছে না বলে অভিযোগ করেন স্থানীয় বিধায়ক জীশান সিদ্দিকি। তিনি বলেন, স্থানীয় মানুষ ও দমকল উদ্ধারকার্য চালাচ্ছে। কিন্তু, পুরসভার মাত্র ২ জন শ্রমিককে পাঠিয়েছে।
গত সপ্তাহে, উত্তরপ্রদেশের গোন্ডায় বাড়ি ভেঙে পড়ে মৃত্যু হয় ৮ জনের। পুলিশের প্রাথমিক অনুমান, গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণের কারণে ওই ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্রে খবর, গোন্ডার ওয়াজিরগঞ্জ থানার টিকরি গ্রামে গতকাল রাতে বিস্ফোরণে একটি বাড়ি ভেঙে পড়লে ১৫ জন নীচে চাপা পড়ে যান। তাঁদের মধ্যে ৮ জনের মৃত্যু হয়েছে। ৭ জনকে আহত অবস্থায় ভর্তি করা হয় হাসপাতালে।
এর আগে, ২৮ মে, মহারাষ্ট্রের ঠানেতে আবাসনের একাংশ ভেঙে পড়ায় ৭ জনের মৃত্যু হয়। ঠাণের উল্লাসনগরে ওই আবাসনের একাংশ ভেঙে পড়ে। এ পর্যন্ত ৭ জনের দেহ উদ্ধার হয়।