Covid 19 Cases in India: ওমিক্রন-উদ্বেগের মাঝেই ঊর্ধ্বমুখী করোনা গ্রাফ, একদিনে আক্রান্ত ১৩,১৫৪
India Corona Update: দেশজুড়ে ওমিক্রন (Omicron) ত্রাস। একলাফে দেশে অনেকটাই বাড়ল দৈনিক সংক্রমণ। একদিনে দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ১৩, ১৫৪। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৯ হাজার ১৯৫।
![Covid 19 Cases in India: ওমিক্রন-উদ্বেগের মাঝেই ঊর্ধ্বমুখী করোনা গ্রাফ, একদিনে আক্রান্ত ১৩,১৫৪ Coronavirus India reports 13154 new Covid 19 cases in last 24 hours, Omicron case tally rises to 961 Covid 19 Cases in India: ওমিক্রন-উদ্বেগের মাঝেই ঊর্ধ্বমুখী করোনা গ্রাফ, একদিনে আক্রান্ত ১৩,১৫৪](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/12/30/f5b44c8a190c8eb4621bec5ce7057ef1_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি: ওমিক্রন-উদ্বেগের (Omicron) মাঝেই দেশে করোনায় একলাফে অনেকটা বাড়ল দৈনিক সংক্রমণ। কমল দৈনিক মৃত্যুর সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বৃহস্পতিবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ১৫৪ জন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৯ হাজার ১৯৫। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ২৬৮ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৩০২।
মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪৮ লক্ষ ২২ হাজার ৪০ জন। দেশে এখনও পর্যন্ত করোনায় ৪ লক্ষ ৮০ হাজার ৮৬০ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে, দেশের ২২টি রাজ্যে ছড়িয়েছে ওমিক্রন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৮০ জন। এই নিয়ে দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯৬১। দিল্লিতে সবথেকে বেশি ২৬৩ জন আক্রান্ত। মহারাষ্ট্রে ওমিক্রন আক্রান্তের সংখ্যা ২৫২।
দেশে এবং রাজ্যে ক্রমাগত বাড়ছে ওমিক্রন আক্রান্তের (Omicron) সংখ্যা। বুধবারই পশ্চিমবঙ্গে (West Bengal) হদিশ মিলেছে নতুন ৫ ওমিক্রন আক্রান্তের। এই প্রেক্ষাপটে উদ্বেগ বাড়িয়ে লাফিয়ে বাড়ল করোনার সংক্রমণ। রাজ্য স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী রাজ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ১,০৮৯ জন। সবমিলিয়ে রাজ্যে করোনা সংক্রমিতের সংখ্যা বেড়ে হল ১৬,৩২,৯০৬ জন। বুধবার প্রকাশিত বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা সংক্রমিত হয়ে মৃত্যু হয়েছে ১২ জনের। সবমিলিয়ে শুরু থেকে এখনও পর্যন্ত রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে মোট ১৯,৭৪৫ জনের।
বছর শেষে ফের চোখ রাঙাচ্ছে করোনা। লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। ব্রিটেনে কোভিড সংক্রমণে নতুন রেকর্ড। গত ২৪ ঘণ্টায় সে দেশে আক্রান্ত ১ লক্ষ ৮৩ হাজার ৩৭ জন। বাড়ছে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা। এর পাশাপাশি, ব্রিটেনে উদ্বেগ বাড়িয়ে ছড়াচ্ছে ওমিক্রনও। ফ্রান্সেও বেলাগাম করোনা পরিস্থিতি। গত ২৪ ঘণ্টায় সংক্রমিতের সংখ্যা ২ লক্ষ ৮ হাজার।স্পেনে একদিনে আক্রান্ত ১ লক্ষ ৭৬০ জন। অতিমারী আবহে এই প্রথম সে দেশে দৈনিক সংক্রমণ ১ লক্ষ ছাড়াল। আমেরিকাতেও ফের লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। জানুয়ারিতে শীর্ষে পৌঁছবে সংক্রমণ, আশঙ্কা মার্কিন রাষ্ট্রপতির স্বাস্থ্য পরামর্শদাতা অ্যান্থনি ফসি-র। উদ্বেগ আর বাড়িয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কবার্তা। খুব শীঘ্রই বিশ্বজুড়ে করোনার সুনামি আসতে চলেছে। স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস অ্যাডানম গ্যাব্রিয়েসাস।
আরও পড়ুন: Omicron : "আতঙ্কিত হতে হবে না, কিন্তু সজাগ থাকুন", ওমিক্রন আবহে বার্তা এইমস প্রধানের
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)