(Source: Poll of Polls)
Coronavirus India Updates: দেশে ফের ঊর্ধ্বমুখী সংক্রমণ, আক্রান্তের সংখ্যা বাড়ল ১১ শতাংশ
India Covid Update: গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ২৭ হাজার ৪০৯। এখনও পর্যন্ত করোনায় দেশে মৃত্যু হয়েছে ৫ লক্ষ ৯ হাজার ৮৭২ জনের।
নয়া দিল্লি: দেশে করোনায় দৈনিক মৃত্যুর পাশাপাশি, বাড়ল সংক্রমণ। গতকালের তুলনায় দৈনিক আক্রান্তের সংখ্যা ১১ শতাংশ বেশি। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫১৪ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৩৪৭।
দেশে একদিনে করোনায় আক্রান্ত হয়েছেন ৩০ হাজার ৬১৫ জন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ২৭ হাজার ৪০৯। এখনও পর্যন্ত করোনায় দেশে মৃত্যু হয়েছে ৫ লক্ষ ৯ হাজার ৮৭২ জনের।
মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ২৭ লক্ষ ২৩ হাজার ৫৫৮। অন্যদিকে, বিশ্বে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৫৮ লক্ষ ৩৫ হাজার ৮৭৩ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৪১ কোটি ৪৯ লক্ষ ৫৪ হাজার ১৭৪।
অন্যদিকে, রাজ্যে ৩০০-র কোটায় করোনা সংক্রমণ (Covid Cases)। মঙ্গলবার রাজ্যের স্বাস্থ্য দফতর (WB Department Of Health) প্রকাশিত বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ৩৪৮ জন। সোমবার আক্রান্ত হয়েছিলেন ৩২০ জন। সবমিলিয়ে রাজ্যে করোনা সংক্রমিতের সংখ্যা বেড়ে হল ২০,১১,৫৬৯ জন। রাজ্যে করোনায় অ্যাক্টিভ রোগীর সংখ্যা ১০,৬৩০ জন। যা সোমবারের তুলনায় ৯৯৬ জন কম।
এই সময় পর্বে রাজ্যে করোনা সংক্রমিত হয়ে মৃত্যু হয়েছে ২১ জনের। সোমবার তুলনায় মঙ্গলবার কমল মৃতের সংখ্যা। সবমিলিয়ে শুরু থেকে এখনও পর্যন্ত রাজ্যে করোনা সংক্রমিত হয়ে মৃত্যু হল ২১,০৬১ জনের। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনামুক্ত হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন, ১,৩২৩ জন। রাজ্যে সুস্থতার হার ৯৮.৪২ শতাংশ।