COVID-19 Update 30 April: একদিনে মৃত ৫০, দেশে ফের বাড়ল দৈনিক সংক্রমণ, প্রকোপ বেশি দিল্লি এবং কেরলেই
COVID-19 Update: শনিবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে যে পরিসংখ্যান প্রকাশ করা হয়, সেই অনুযায়ী, বর্তমানে দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ১৮ হাজার ৬৮৪।
নয়াদিল্লি: বিপদ আঁচ করে ঢের আগে থেকেই সতর্ক করে আসছিলেন চিকিৎসকেরা। মাস্ক পরা, সামাজিক দূরত্ববিধি মেনে চলায় জোর দিচ্ছিলেন লাগাতার। তার পরেও চূড়ান্ত দায়িত্বজ্ঞানহীনতার ছবি চোখে পড়ছে চারপাশে। সেই পরিস্থিতিতে উদ্বেগ আরও বাড়াচ্ছে দেশের করোনার ঊর্ধ্বমুখী গ্রাফ। দেশে নতুন করে ৩ হাজার ৬৮৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন (COVID Infections)। গত ২৪ ঘণ্টায় মৃত্যুও হয়েছে ৫০ জন রোগীর।
ফের বাড়ল আক্রান্তের সংখ্যা
শনিবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে যে পরিসংখ্যান প্রকাশ করা হয়, সেই অনুযায়ী, বর্তমানে দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ১৮ হাজার ৬৮৪। সংক্রমণের হার বেড়ে হয়েছে ০.৭৪ শতাংশ। সুস্থতার হার যদিও ৯৮.৭৪ শতাংশেই রয়েছে। এখনও পর্যন্ত গোটা দেশে ১৮৮ কোটি ৮৯ লক্ষ ৯০ হাজার ৯৩৫টি করোনার টিকা দেওয়া গিয়েছে।
বর্তমানে রাজধানী দিল্লির পরিস্থিতিই সবচেয়ে উদ্বেগজনক। সেখানে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ১ হাজার ৬০৭ জন নাগরিক। মারা গিয়েছেন দু’জন রোগী। দিল্লিতে সংক্রমণের হার ৫.২৮ শতাংশ। প্রথম, দ্বিতীয়, তৃতীয় ঢেউ মিলিয়ে দিল্লিতে এখনও পর্যন্ত রাজধানীতে ১৮ লক্ষ ৮১ হাজার ৫৫৫ করোনা রোগীর হদিশ মিলেছে। মৃত্যু হয়েছে ২৬ হাজার ১৭৪ জনকে।
কেরলে একসঙ্গে ৪৫ জনের মৃত্যু
দিল্লি ছাড়াও, গত ২৪ ঘণ্টায় হরিয়ানায় ৬২৪ জনের শরীরে করোনা ধরা পড়ে। কেরলে ৪১২, মহারাষ্ট্রে ১৪৮, উত্তরপ্রদেশে ২৯৩ জন নতুন করে সংক্রমিত হয়েছেন। তবে সবচেয়ে বেশি সংখ্যক করোনা রোগীর মৃত্যু হয়েছে কেরলেই, ৪৫ জনের। মহারাষ্ট্রে ২, উত্তরপ্রদেশে ১ করে করোনা রোগী মারা গিয়েছেন।
আরও পড়ুন: Nobel Peace Prize: নোবেল শান্তি পুরস্কার দেওয়া উচিত মোদিকে, কলকাতায় এসে বললেন BSE প্রধান