UP News: সকাল-সন্ধে চেকআপ, রোজের রিপোর্ট, জেলাশাসকের অসুস্থ গরুর দেখভালে মোতায়েন ৭ চিকিৎসক
UP Doctors: সপ্তাহের সাত দিন, ওই সাত চিকিৎসকের মধ্যে ডিউটি ভাগ করে দেওয়া হয়েছে। জরুরি পরিস্থিতিতে সাহায্যের জন্য রিজার্ভ করে রাখা হয়েছে চিকিৎসক সুরেশ কুমারকে।
ফতেপুর: তাঁদের পোষ্যপ্রীতির জেরে শিকেয় উঠেছিল খেলোয়াড়দের অনুশীলন (IAS Couple Dog Walk)। পৃথক রাজ্যে বদলি হয়ে তার মাশুল গুনতে হয়েছিল আইএএস দম্পতিকে। সেই ঘটনার পর একমাসও কাটেনি, এ বার উত্তরপ্রদেশে (Uttar Pradesh) এক জেলাশাসকের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠল। তাঁর গোয়ালের গরুর অসুস্থ হয়ে পড়ায়, এক জন বা দু'জন নন, সাত সাত জন পশু চিকিৎসক (Veterinary Doctors) মোতায়েন করা হয়েছে বলে অভিযোগ।
জেলাশাসকের অসুস্থ গরুকে সারিয়ে তুলতে ৭ চিকিৎসক মোতায়েন
এই ঘটনায় কাঠগড়ায় ফতেপুরের জেলাশাসক অনুপ্রিয়া দুবে। অভিযোগ, অনুপ্রিয়ার গোয়ালের অসুস্থ গরুর দেখভালের জন্য সরকারি নির্দেশপত্র জারি হয়। তাতে স্বাক্ষর করেন ফতেপুর জেলার মুখ্য পশু চিকিৎসক এসকে তিওয়ারি। তাতে সাত পশু চিকিৎসককে অনুপ্রিয়ার বাসভবনে ডিউটি দেওয়া হয়। বলা হয়, সকাল-সন্ধে দু'বার করে গরুর চেকআপ করতে হবে। তার স্বাস্থ্য কেমন যাচ্ছে, তা নিয়ে প্রতিদিন সন্ধে ৬টার মধ্যে পশু চিকিৎসা কার্যালয়ে জমা দিতে হবে রিপোর্টও।
সপ্তাহের সাত দিন, ওই সাত চিকিৎসকের মধ্যে ডিউটি ভাগ করে দেওয়া হয়েছে। সোমবার মণীশ অবস্থি, মঙ্গলবার ভুবনেশ কুমার, বুধবার অনিল কুমার, বৃহস্পতিবার অজয় কুমার দুবে, শুক্রবার শিবস্বরূপ, শনিবার প্রদীপ কুমার এবং রবিবার অতুল কুমারকে গরুর দেখভালের দায়িত্ব দেওয়া হয়েছে। এ ছাড়াও, জরুরি পরিস্থিতিতে সাহায্যের জন্য রিজার্ভ করে রাখা হয়েছে চিকিৎসক সুরেশ কুমারকে। কোনও কারণে ওই সাত চিকিৎসক সময়ে পৌঁছতে না পারলে, ডিউটি করতে হবে সুরেশ কুমারকে।
এই চিঠিই সামনে এসেছে
আরও পড়ুন: Crude Oil Price: ১০ বছরে সর্বোচ্চ অপরিশোধিত তেলের দাম, আম আদমির পকেটে টান পড়ার আশঙ্কা
গত ৯ জুন ওই সরকারি নির্দেশপত্র জারি হয়। অজ্ঞাত সূত্রে তা ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। তাতে তুঙ্গে উঠেছে বিতর্ক। জেলাশাসক অনুপ্রিয়ার স্বামী কানপুরের জেলাশাসক বলে জানা গিয়েছে। বিষয়টি নিয়ে সর্বভারতীয় সংবাদমাধ্যমের তরফে তাঁদের সঙ্গে যোগাযোগ করা হলে, মন্তব্য করতে রাজি হননি তাঁরা। জেলা প্রশাসনের তরফে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস মিলেছে।
বার বার ক্ষমতার অপব্যবহারের অভিযোগ সরকারি আধিকারিকদের বিরুদ্ধে
তবে এই প্রথম নয়, ২০১৭ সালে উত্তরপ্রদেশের রামপুরে সমাজবাদী পার্টির নেতা আজম খানের নিখোঁজ ষাঁড় খুজতে গোটা পুলিশবাহিনী নামানো হয়েছিল। পরে জানা যায়, আজম খানের ষাঁড় কেউ বা কারা চুরি করে নিয়ে যায়। শিকারি কুকুর নামিয়ে শেষমেশ তাদের উদ্ধার করা হয়।