India Coronavirus Cases: ভারতে মোট কোভিড আক্রান্তের সংখ্যা ২ কোটি পার
দেশে গত ২৪-ঘণ্টায় কমল দৈনিক সংক্রমণ, বাড়ল মৃত্যু
নয়াদিল্লি: ভারতে বেলাগাম করোনা। গত ২৪-ঘণ্টায় কমল দৈনিক সংক্রমণ। তবে উদ্বেগ বাড়িয়ে বেড়েছে দৈনিক মৃত্যুসংখ্যা।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের সোমবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ৫৭ হাজার ২২৯ জন।
সোমবার একদিনে আক্রান্তের সংখ্যাটা ছিল ৩ লক্ষ ৬৮ হাজার ১৪৭ জন। রবিবার একদিনে আক্রান্তের সংখ্যাটা ছিল ৩ লক্ষ ৯২ হাজার ৪৮৮। শনিবার দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৪ লক্ষ ১ হাজার ৯৯৩ জন।
দেশে গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৪৪৯ জনের মৃত্যু হয়েছে। সোমবার দৈনিক মৃত্যু হয়েছিল ৩ হাজার ৪১৭ জনের। রবিবার দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৩ হাজার ৬৮৯। শনিবার একদিনে মৃত্যু হয় ৩ হাজার ৫২৩ জনের।
ভারতে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ২ লক্ষ ২২ হাজার ৪০৮ জনের। মোট আক্রান্তের সংখ্যা ২ কোটি ০২ লক্ষ ৮২ হাজার ৮৩৩। দেশে অ্যাক্টিভ কেসের সংখ্যা ৩৪ লক্ষ ৪৭ হাজার ১৩৩।
এরই মধ্যে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ১ কোটি ৬৬ লক্ষ ১৩ হাজার ৮৩৩ জন।
দেশে এখনও পর্যন্ত ভ্যাকসিন নিয়েছেন ১৫ কোটি ৮৯ লক্ষ ৩২ হাজার ৯২১ জন।
দেশের পাশাপাশি, পশ্চিমবঙ্গেও উদ্বেগ বাড়িয়েছে করোনা। সোমবার সন্ধ্যায় রাজ্য স্বাস্থ্য দফতরের রিপোর্ট অনুযায়ী, রাজ্যে একদিনে করোনায় আক্রান্ত ১৭হাজার ৫০১ জন ।
২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মৃত ৯৮ জন। রাজ্যে একদিনে সুস্থ ১৫৯৩৭ জন। রাজ্যে সুস্থতার হার ৮৫ দশমিক ০৬ শতাংশ। কলকাতায় একদিনে করোনা আক্রান্ত ৩৯৯০ জন, মৃত্যু হয়েছে ২১ জনের। উত্তর ২৪ পরগনায় একদিনে আক্রান্ত ৩৯৬৫ জন, মৃত ২৩।
করোনা মোকাবিলায় আরও কড়াকড়ি রাজ্যে। বন্ধ দেওয়া হল রাজ্যের সব চিড়িয়াখানা। পর্যটকদের জন্য বন্ধ সংরক্ষিত বনাঞ্চল, অভয়ারণ্য, জাতীয় উদ্যান। ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প পরিদর্শনও বন্ধ রাখার সিদ্ধান্ত। বন্ধ রাখা হবে বন দফতরের অধীন সব ইকো ট্যুরিজম, লজ। বাতিল করতে হবে বুকিং, ফেরত দিতে হবে টাকা। যত দ্রুত সম্ভব এই নির্দেশিকা কার্যকর করা হবে। যদিও বন দফতরের আওতাধীন পার্ক এখনই কার্যকর হচ্ছে না। নির্দেশ জারি করল বন দফতর।