India Corona Update: গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা সংক্রমিত ১২, ২৪৯ জন, মৃত ১৩
India Corona: গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ১৭। এখনও পর্যন্ত দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫ লক্ষ ২৪ হাজার ৯০৩ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৩৩ লক্ষ ৩১ হাজার ৬৪৫।
নয়াদিল্লি: দেশে করোনা (India Corona) পরিস্থিতি ফের উদ্বেগজনক। গত ২৪ ঘণ্টায় দৈনিক আক্রান্তের সংখ্যা ১২ হাজার ছাড়িয়ে গেল। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, হত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ১২ হাজার ২৪৯ জন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৯ হাজার ৯২৩।গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ১৩ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ১৭। এখনও পর্যন্ত দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫ লক্ষ ২৪ হাজার ৯০৩ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৩৩ লক্ষ ৩১ হাজার ৬৪৫। বিশ্বে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৬৩ লক্ষ ২১ হাজার ৭৮৩ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৫৪ কোটি ৩ লক্ষ ৫৩ হাজার ২৭৪।
#AmritMahotsav#Unite2FightCorona#LargestVaccineDrive
— Ministry of Health (@MoHFW_INDIA) June 22, 2022
➡️ India’s Cumulative #COVID19 Vaccination Coverage exceeds 196.45 Cr (1,96,45,99,906).
➡️ Over 3.58 Cr 1st dose vaccines administered for age group 12-14 years.https://t.co/OwoazaJ1J8 pic.twitter.com/M9467W7Sjf
গোটা দেশের পাশাপাশি পশ্চিমবঙ্গেও (West Bengal) ফের উদ্বেগ বাড়াচ্ছে করোনা সংক্রমণ (Corona Cases)। রাজ্যে ৪ মাস ৪দিন পরে আজ ফের করোনা আক্রান্ত চারশো পার।
কী বলছে রাজ্যের গতকালের করোনা আপডেট? রাজ্য স্বাস্থ্য দফতর প্রকাশিত সর্বশেষ বুলেটিন অনুযায়ী, গতকাল রাজ্যে সংক্রমণের (positive case) সংখ্যা চারশো পার করে একদিনে দাঁড়িয়েছে ৪০৬ জনে। করোনা সংক্রমিত হয়ে মৃত্যু হয়েছে ১ জনের।
গোটা রাজ্যের মধ্যে কলকাতায় (Kolkata) সর্বোচ্চ সংক্রমণ হয়েছে। দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর ২৪ পরগনা (North 24 Paraganas)। পজিটিভিটি রেট ৪ দশমিক ৭৪ শতাংশ। রাজ্যে সুস্থতার হার ৯৮.৮৪ শতাংশ। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ১২০ জন। এখন মোট সক্রিয় রোগীর সংখ্যা ২০ লক্ষ ২২ হাজার ৫৪৭ জন।
আরও পড়ুন: Draupadi Murmu : আজ থেকে Z+ ক্যাটেগরির নিরাপত্তা পাচ্ছেন দ্রৌপদী মুর্মু, কী বললেন NDA র রাষ্ট্রপতি পদপ্রার্থী