India Corona: দেশে ফের বাড়ল করোনা সংক্রমণ, ১ দিনে নতুন করে আক্রান্ত ১৭, ১৩৫ জন
গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ১৩ হাজার ৭৩৪। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৪৭ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ২৭।
![India Corona: দেশে ফের বাড়ল করোনা সংক্রমণ, ১ দিনে নতুন করে আক্রান্ত ১৭, ১৩৫ জন India records 17,135 new corona cases and 47 deaths in last 24 hours India Corona: দেশে ফের বাড়ল করোনা সংক্রমণ, ১ দিনে নতুন করে আক্রান্ত ১৭, ১৩৫ জন](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/07/31/5a7e9de6b830052d96a30f0133f7270e1659241190_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি: দেশে করোনা-গ্রাফের ওঠানামা চলছেই। এক লাফে অনেকটাই বাড়ল দৈনিক আক্রান্তের সংখ্যা। বাড়ল দৈনিক মৃত্যুও। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ১৩৫ জন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ১৩ হাজার ৭৩৪। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৪৭ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ২৭। এখনও পর্যন্ত দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫ লক্ষ ২৬ হাজার ৪৭৭ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৪০ লক্ষ ৬৭ হাজার ১৪৪।
#Unite2FightCorona
— Ministry of Health (@MoHFW_INDIA) August 3, 2022
➡️ Over 87.63 Cr COVID Tests conducted so far.
➡️ Weekly Positivity Rate currently at 4.67%.
➡️ Daily Positivity Rate stands at 3.69%. pic.twitter.com/qYiC9Pcdjy
দেশের পাশাপাশি রাজ্যেও উদ্বেগজনক পরিস্থিতি। গত ২৪ ঘন্টায় ফের বেড়েছে কোভিড আক্রান্তের সংখ্যা (Covid Postive)। রাজ্য কোভিড বুলেটিনের তথ্য অনুযায়ী, (WB Covid Bulletin) গত ২৪ ঘন্টায় সারা বাংলায় কোভিডে সংক্রমিত হয়েছেন ৮৮৩ জন । যেখানে গত ৪৮ ঘন্টায় কোভিডে আক্রান্তের সংখ্য়া ছিল ৪৩৬ জন এবং গত ৭২ ঘন্টায় ১০১১ জন ।
এ দিন কোভিডে মৃত্যু শূন্য না হলেও গত ৪৮ ঘন্টার থেকে কমেছে। গত ৭২ ঘন্টায় কোভিডে মৃত্যু হয়েছিল ৭ জনের। গত ৪৮ ঘন্টায় মৃত্যু হয়েছে ৬ জনের। গত ২৪ ঘন্টায় বাংলায় কোভিডে মৃত্যু হল ৪ জনের। পাশাপাশি বাড়ল পজিটিভিটি রেটও বাংলায়। গত ৭২ ঘন্টায় সারা বাংলায় পজিটিভিটি রেট ছিল (Positivity Rate) ৭.৭৮ শতাংশ এবং গত ৪৮ ঘন্টায় তা কমে হয় ৬.৩৪ শতাংশ। কোভিড বুলেটিনের তথ্য অনুযায়ী, রাজ্য গত ২৪ ঘন্টায় ফের পজিটিভিটি রেট বেড়ে দাঁড়িয়েছে ৭.৪৮ শতাংশ ।রাজ্য কোভিড বুলেটিনের তথ্য অনুযায়ী, গত ৪৮ ঘন্টায় সারা বাংলায় হোম আইসোলেশনের সংখ্যা ছিল ১৩ হাজার ১২৩ জন। গত ৭২ ঘন্টায় কোভিডে হোম আইসোলেশনের সংখ্যা ছিল ১৫ হাজার ২৪ জন। গত ২৪ ঘন্টায় তা এসে দাঁড়িয়েছে ১১ হাজার ৯২০ জনে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)