India Pakistan Tension: ভারতে অনুপ্রবেশের চেষ্টা, জম্মুর সাম্বা সেক্টরে ৭ জইশ জঙ্গি নিহত
India vs Pakistan: ভারত-পাকিস্তান সংঘাতের আবহে ভারতে অনুপ্রবেশের চেষ্টা জইশ জঙ্গিদের । জম্মুতে ৭ জইশ জঙ্গি নিহত । জম্মুর সাম্বা সেক্টরে জঙ্গিদের উপর ভারতীয় সেনার হামলা ।

নয়াদিল্লি: জম্মু ও কাশ্মীরের (India vs Pakistan) পহেলগাঁওয়ে নিরীহদের উপর পাক-হামলার জবাবে ভয়ঙ্কর প্রত্যাঘাত ভারতের । ভারতীয়দের উপর হামলার একের পর এক পাক-চক্রান্ত ব্যর্থ । উল্টে পাক হামলার পাল্টা অ্যাকশনে বৃহস্পতিবার ভারতের জল, স্থল, বায়ুসেনা পাকিস্তানকে নাড়িয়ে দিল ।
আর ভারত-পাকিস্তান সংঘাতের আবহে ভারতে অনুপ্রবেশের চেষ্টা জইশ জঙ্গিদের । জম্মুতে ৭ জইশ জঙ্গি নিহত । জম্মুর সাম্বা সেক্টরে জঙ্গিদের উপর ভারতীয় সেনার হামলা । ভারতীয় সেনার গুলিতে ৭ জইশ-ই-মহম্মদ জঙ্গি নিহত হয়েছে ।
পহেলগাঁওয়ে নিরীহদের ওপর পাক মদতপুষ্ট জঙ্গিদের হত্যালীলার জবাব দিয়েছে ভারত । অপারেশন সিঁদুরে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে ভারত ।
বৃহস্পতিবার পাকিস্তানের ২টি JF-17 বিমান ও ১ টি F-16 বিমান ধ্বংস করে ভারত । ভারতে হামলা চালানোর চেষ্টাও রুখে দেয়, ৬০টি পাক মিসাইল ধ্বংস করে ভারত । পাশাপাশি করাচিতে বড়সড় হামলা ভারতের, পরপর ১৫টি বিস্ফোরণের শব্দ শোনা যায় । পাকিস্তানের ১৬টি শহরে ভারতীয় সেনার হামলা । অ্যাকশনে INS বিক্রান্ত, করাচি বন্দরে হামলা, খবর সূত্রের ।
লাহৌর ও পেশোয়ারে বড়সড় বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে । পাকিস্তানের রাজধানী ইসলামবাদে বড়সড় বিস্ফোরণের শব্দ পাওয়া যায় । করাচিতে নৌ বন্দরে বড় অ্যাকশনে INS বিক্রান্ত, সূত্রের খবর । অ্যাকশনে কলকাতা ক্লাস ডেস্ট্রয়ার জাহাজও । পাকিস্তানের লাহৌর, ইসলামাবাদ, করাচিতে ভারতের প্রত্যাঘাত । পাকিস্তানি ফোর্সেস ফ্রন্টিয়ার কর্পসের সদর দফতরে হামলা ভারতের । পুরো পাকিস্তানে ব্ল্যাক আউট, ৩ শহরে ডিফেন্স সিস্টেম ধ্বংস ।
পাকিস্তানের ২টি JF-17 বিমান ও ১ টি F-16 বিমান ধ্বংস করল ভারত । পাকিস্তানের ৩টি যুদ্ধবিমান ধ্বংস করল ভারত । ভারতের এয়ার ডিফেন্স সিস্টেমে ধ্বংস পাকিস্তানের ৩টি যুদ্ধবিমান । জম্মুর আকাশে একাধিক পাক ড্রোন, ধ্বংস করল ভারত । ভারতের এয়ার ডিফেন্স সিস্টেমের চক্রব্যূহে পাক ড্রোন কুপোকাত । পাকিস্তানের ৫টি শহরে এয়ার ডিফেন্স ধ্বংস করল ভারত । পাকিস্তানের হামলার পাল্টা লাহৌরে ড্রোন হামলা ভারতের । পুরো পাকিস্তানে জারি ব্ল্যাকআউট । প্রতিটি হামলার যোগ্য জবাব দেওয়া হবে, জানালেন জয়শঙ্কর । জলন্ধরে ২টি পাক ড্রোন ধ্বংস করল ভারত । পাকিস্তানের ৩ শহরে ডিফেন্স সিস্টেম ধ্বংস করল ভারত । জম্মুর সাম্বা সেক্টরে বড়সড় পাক অনুপ্রবেশ আটকাল BSF । ভারতের প্রবল প্রত্যাঘাতের মধ্যেই করাচিতে তুরস্কের কার্গো বিমান ।






















