Indian Railway: বেসরকারিকরণ হচ্ছে না ভারতীয় রেলের, জানিয়ে দিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব
Indian Railway: লোকসভায় ২০২২-২৩-এর জন্য রেল মন্ত্রকের জন্য অনুদানের দাবির বিষয়ে আলোচনার জবাবে মন্ত্রী আরও বলেন, যা কিছু ভুল বোঝাবুঝি রয়েছে, তা ঠিক করার চেষ্ট করা হচ্ছে।
নয়াদিল্লি: ভারতীয় রেল কোনওভাবেই বেসরকারীকরণ হচ্ছে না। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বুধবার বলেছেন যে ভারতীয় রেলের বেসরকারিকরণের কোনও পরিকল্পনা সরকারের নেই এবং এই বিষয়ে বিরোধী দলগুলির বিরোধ অনুমানমূলক। লোকসভায় ২০২২-২৩-এর জন্য রেল মন্ত্রকের জন্য অনুদানের দাবির বিষয়ে আলোচনার জবাবে মন্ত্রী আরও বলেন, যা কিছু ভুল বোঝাবুঝি রয়েছে, তা ঠিক করার চেষ্টা করা হচ্ছে। তবে এটুকু বলেই দেওয়া যায় যে রেল বেসরকারিকরণ হচ্ছে না।
রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আরও বলেন, ''নিয়োগের ওপর কোনও নিষেধাজ্ঞা নেই। প্রায় ১.১৪ লক্ষ শূন্যপদে নিয়োগ হতে চলেছে।'' রেলমন্ত্রী আরও বলেন, ''এটা শুধুমাত্র একটি অনুমানমূলক বিষয়। ট্র্যাকটি রেলের, স্টেশনগুলি রেলওয়ের, ইঞ্জিনগুলি রেলওয়ের, ট্রেনগুলি রেলওয়ের, সিগন্যালিং সিস্টেমগুলি রেলওয়ের।বেসরকারিকরণের কোনও কথা নেই। না রেলওয়ে বেসরকারিকরণের পরিকল্পনা।'' অশ্বিনী আরও জানিয়েছিলেন, ''প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে রেল দেশের ‘উন্নয়নের ইঞ্জিন’ হয়ে উঠেছে। তাঁর দাবি ছিল, ২০১৯-২০ অর্থবর্ষে মোদি সরকার রেলের বরাদ্দ করেছিল ১.৫ লক্ষ কোটি টাকা। কিন্তু ২০২১-২২ সালে তা বাড়িয়ে ২.১৫ লক্ষ কোটি টাকা করা হয়েছে।''
মুম্বই এবং আমদাবাদের মধ্যে প্রস্তাবিত বুলেট ট্রেন সম্পর্কিত সমস্যা সম্পর্কে তিনি বলেন, ''গুজরাতে ৯৯.৭ শতাংশ জমি অধিগ্রহণ সম্পন্ন হয়েছে এবং ৭৫০টি পিলার নির্মাণ করা হয়েছে। বুলেট ট্রেন প্রকল্পের কাজ প্রতি মাসে ৮ কিলোমিটার গতিতে এগিয়ে চলেছে, যা মাসে ১০ কিলোমিটারে উন্নত করা হবে।''
এর আগে রেলমন্ত্রী থাকাকালিন পীযূশ গোয়েল জানিয়েছিলেন, "মোটেই বেসরকারি হাতে রেল পরিষেবা তুলে দেওয়া হচ্ছে না। যেমন চলছে তেমনই চলবে রেলের সমস্ত পরিষেবা। ১০৯টি রুটে ১৫১টি অত্যাধুনিক ট্রেন চালানোর কথা ভাবা হয়েছে। সেখানেই বেসরকারি বিনিয়োগের কথা ভাবা হয়। এই ব্যবস্থা কোনও ভাবেই রেল পরিষেবাকে ব্যহত করবে না। বরং কাজের সুযোগ তৈরি হবে।"
আরো পড়ুন: 'ইমিডিয়েট পেগাসাস তদন্তে মুখ্যমন্ত্রীকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হোক', খোঁচা শুভেন্দুর