Maharashtra Covid Update: সোমবার থেকে মহারাষ্ট্রে ফের খুলছে প্রথম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত স্কুল
করোনা সংক্রমণ বাড়ায় এবং করোনার নয়া ভ্যারিয়েন্ট ওমিক্রম নিয়ে উদ্বেগের পরিপ্রেক্ষিতে চলতি মাসের গোড়ার দিকে আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত স্কুল বন্ধ রাখার ব্যাপারে সরকারের নির্দেশিকা জারি করা হয়েছিল
মুম্বই : সমস্ত কোভিড বিধি মেনে মহারাষ্ট্রে স্কুলগুলিতে আগামী সোমবার থেকে ফের শুরু হচ্ছে প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীর পঠনপাঠন। মহারাষ্ট্রের স্কুল শিক্ষামন্ত্রী বর্ষা গায়কোয়াড় এ কথা জানিয়ে বলেছেন, মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে এই প্রস্তাবে অনুমোদন দিয়েছেন। গায়কোয়াড় জানিয়েছেন, প্রাক-প্রাথমিক স্কুলগুলিও আগামী ২৪ জানুয়ারি থেকেই ফের খুলবে।
বুধবার গায়কোয়াড় বলেন যে, আগামী সপ্তাহ থেকে রাজ্যে স্কুল ফের খোলার ব্যাপারে একটি প্রস্তাব মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের কাছে পাঠানো হয়েছিল। স্থানীয় স্তরে কোভিড-১৯ পরিস্থিতি পর্যবেক্ষণে রেখে স্কুল খোলার প্রস্তাব মুখ্যমন্ত্রীর কাছে পাঠানো হয়েছিল। মন্ত্রী জানিয়েছিলেন, প্রাথমিক স্তরের স্কুল খোলার প্রস্তাবও মুখ্যমন্ত্রীর কাছে পাঠানো হয়েছিল।
উল্লেখ্য, করোনা পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ায় মহারাষ্ট্রে স্কুলে পঠনপাঠন ফের শুরু হয়েছিল। কিন্তু করোনা সংক্রমণ বাড়ায় এবং করোনার নয়া ভ্যারিয়েন্ট ওমিক্রম নিয়ে উদ্বেগের পরিপ্রেক্ষিতে চলতি মাসের গোড়ার দিকে আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত স্কুল বন্ধ রাখার ব্যাপারে সরকারের নির্দেশিকা জারি করা হয়েছিল।
গায়কোয়াড় বলেছেন, চলতি মাসের শুরুর দিকে করোনা সংক্রমণ বাড়ায় স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনার পরিপ্রেক্ষিতে সরকার ফের স্থানীয় পর্যায়ে করোনা পরিস্থিতির পর্যালোচনা করে যেখানে সংক্রমণ কম, সেখানে স্কুল ফের খোলার সিদ্ধান্ত সরকার নিয়েছে।
শিক্ষামন্ত্রী বলেছেন, এ ব্যাপারে একটি প্রস্তাব মুখ্যমন্ত্রীর কাছে পাঠানো হয়েছিল। প্রস্তাবে আগামী সোমবার থেকে স্কুল ফেল খোলার কথা বলা হয়েছিল। এক্ষেত্রে স্থানীয় কর্তৃপক্ষ ( পুর কমিশনার, জেলা কালেক্টর, চিফ এক্সিকিউটিভ অফিসার, শিক্ষা আধিকারিক)-কে এ ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা দেওয়ার কথা প্রস্তাবে বলা হয়েছিল।
উল্লেখ্য, স্কুলগুলি ফের খোলার দাবিতে অভিভাবক ও স্কুল সংগঠনগুলির একাংশ পিটিশনও দায়ের করেছিল। এরমধ্যে মুম্বইয়ের অভিভাবকদের একটি সংগঠন স্কুল ফের খোলার দাবি জানিয়ে মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেকে চিঠি দিয়েছিল।
এরপর সরকারের পক্ষ থেকে জানানো হল যে, কোভিড বিধি মেনে সোমবার থেরে রাজ্য স্কুল ফের খুলবে।