Mumbai Building Collapse: গভীর রাতে ভাঙল বাড়ি, মৃত ১-জখম একাধিক
Mumbai News: মুম্বইয়ে বান্দ্রা ওয়েস্ট এলাকায় ভেঙে পড়ল একটি তিনতলা বাড়ি।
মুম্বই: মর্মান্তিক দুর্ঘটনা মুম্বইয়ে। শহরের বান্দ্রা ওয়েস্ট এলাকায় ভেঙে পড়ল একটি তিনতলা বাড়ি। ঘটনার সময় বাড়িতে উপস্থিত ছিলেন বাসিন্দা।
বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশনের তরফে জানানো হয়েছে, ওই ঘটনায় এখনও পর্যন্ত একজন মারা গিয়েছেন। জখম হয়েছেন প্রায় ১৬ জন। সবাইকেই হাসাতালে ভর্তি করা হয়েছে। গভীর রাতে দুর্ঘটনায় আটকে পড়া বাসিন্দাদের উদ্ধারকাজ চলছে বলে জানিয়েছে বৃহন্মুম্বই পুরনিগম (Brihanmumbai Municipal Corporation)।
Maharashtra | One person died and 16 people admitted with minor injuries after a G+2 structure collapsed at Shastri Nagar, Bandra West. Rescue operation underway: Brihanmumbai Municipal Corporation pic.twitter.com/EJwQby3cxm
— ANI (@ANI) June 8, 2022
Maharashtra | The building collapsed around 12.15 am today. One person has died and 16 are hospitalised and are now safe. All of them are labourers from Bihar. Rescue operation is underway. Fire brigade and officers are present at the spot: Manjunath Singe, DCP Mumbai Police pic.twitter.com/UBOyiPQIsI
— ANI (@ANI) June 8, 2022
#MyBMCUpdates
— माझी Mumbai, आपली BMC (@mybmc) June 8, 2022
One person has unfortunately passed away in the G+2 house collapse at Shastri Nagar - declared to be DOA. Our thoughts and prayers are with their family. 16 people admitted with minor injuries.
Awaiting reports on others injured
Rescue operations still ongoing. https://t.co/pkg35ar7IO
আহতদের পরিচয়:
উদ্ধারকারীদের একটি সূত্র জানাচ্ছে, ভেঙে পড়া বাড়িটিতে এখনও কয়েকজন আটকে থাকতে পারেন। সংবাদসংস্থা সূত্রের খবর, মুম্বই পুলিশের তরফে জানানো হয়েছে, মৃত ও জখমরা সকলেই বিহারের বাসিন্দা। কর্মসূত্রে তাঁরা মুম্বইতে এসেছিলেন। ঘটনাসস্থলে দমকল ও পুলিশ আধিকারিকরা রয়েছেন।রাত বারোটার পরে হঠাৎ বাড়িটি ভেঙে পড়ে।