Congress on Goa Polls: ‘দরিদ্রদের প্রতি মাসে ৬ হাজার টাকা’,গোয়ায় ক্ষমতায় এলে ‘ন্যায়’ প্রকল্পের ঘোষণা কংগ্রেসের
Congress on Goa Polls:এই প্রকল্পের আওতায় উপকূলবর্তী এই রাজ্য়ে দরিদ্রতমদের মাসে ছয় হাজার টাকা করে দেওয়ার কথা জানানো হয়েছে। রাহুল বলেছেন, এই প্রকল্প চালু হলে দরিত্রতমদের হাতে এই অর্থ হস্তান্তর করা হবে
নয়াদিল্লি: গোয়ায় আসন্ন বিধানসভা নির্বাচনের আগে ভোটারদের মন জয়ে তৎপর প্রতিপক্ষ রাজনৈতিক দলগুলি। ইতিমধ্যেই প্রচার ও পারস্পরিক বাকযুদ্ধ তুঙ্গে উঠেছে। নানা ধরনের প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে। এবার রাজ্যে দল ক্ষমতায় এলে ‘ন্যায়’ প্রকল্প চালুর ঘোষণা করলেন কংগ্রেস নেতা রাহুল গাঁধী। এই প্রকল্পের আওতায় উপকূলবর্তী এই রাজ্য়ে দরিদ্রতমদের মাসে ছয় হাজার টাকা করে দেওয়ার কথা জানানো হয়েছে। রাহুল গাঁধী বলেছেন, এই প্রকল্প চালু হলে দরিত্রতমদের হাতে এই অর্থ হস্তান্তর করা হবে।
গোয়ায় এক ভার্চুয়াল সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে রাহুল বলেছেন, আমরা গোয়ায় ঐতিহাসিক সিদ্ধান্ত নিচ্ছি। নতুন একটা কর্মসূচি ‘ন্যায় প্রকল্প’ চালু করা হবে। এই প্রকল্পে গোয়ার দরিদ্রতমদের প্রতি মাসে ছয় হাজার, অর্থাৎ বছরে ৭২ হাজার টাকা করে দেওয়া হবে।
ভার্চুয়াল এই সভায় ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-কেও একহাত নিয়েছেন রাহুল। তিনি বলেছেন, রাজ্যের ক্ষমতাসীন বিজেপি সরকার পর্যটনের উন্নয়ন ও কর্মসংস্থানের ক্ষেত্রে চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছে।
একইসঙ্গে দলত্যাগীদের নিয়েও সরব হয়েছেন রাহুল। তিনি বলেছেন, আমরা কোনও দলত্যাগীকে প্রার্থী করিনি। এবার অনেক আনকোরা মুখকে প্রার্থী করা হয়েছে।
আসন্ন বিধানসভা নির্বাচনে কংগ্রেসই পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গড়বে বলেও আশা প্রকাশ করেছেন রাহুল গাঁধী। কংগ্রেসের প্রাক্তন সভাপতি বলেছেন, গোয়ার ভোটে লড়াই কংগ্রেস ও বিজেপির মধ্যে। অন্য কোনও দলকে ভোট দেওয়া মানে তা ভোট নষ্ট করার সামিল।
এর আগে এদিনই একদিনের সফরে ভোটমুখী গোয়ার আসেন কেরলের ওয়েনাড় থেকে নির্বাচিত সাংসদ। গোয়ায় সফরে তিনি অঙ্গনওয়াড়ি কর্মীদের প্রতিনিধি ও পর্যটন শিল্পের সঙ্গে যুক্তদের প্রতিনিধিদের সঙ্গেও কথা বলবেন বলে জানা গেছে। তিনি কংগ্রেস কর্মীদের সঙ্গেও বৈঠক করবেন এবং দলের প্রার্থীদের ভোটে লড়াইয়ের দিশা দেখাবেন বলেও খবর।
৪০ সদস্য বিশিষ্ট গোয়া বিধানসভার ভোট হবে আগামী ১৪ ফেব্রুয়ারি। এক দফাতেই গোয়ায় বিধানসভার ভোট হবে। ভোটের ফল প্রকাশ হবে ১০ মার্চ।