Udaipur Violence: উদয়পুর হত্যাকাণ্ডে এনআইএ-র জালে আরও ১
NIA in Udaipur Murder Case: রাজস্থানের উদয়পুরে কানাইলাল হত্যাকাণ্ডে গ্রেফতার আরও এক।সপ্তমতম অভিযুক্তকে গ্রেফতার করল এনআইএ।
উদয়পুরঃ রাজস্থানের উদয়পুরে কানাইলাল হত্যাকাণ্ডে গ্রেফতার আরও এক। উদয়পুর হত্যাকাণ্ডে ইতিমধ্যেই জঙ্গি যোগের ইস্যু নিয়ে সন্দেহ প্রকাশ করা হয়েছে। মূলত, নুপুর শর্মার (BJP Leader Nupur Sharma) সমর্থনে সোশাল মিডিয়ায় পোস্ট (Social Media Post) করায় এক ব্যক্তিকে দর্জির দোকানের ভিতরে ঢুকে খুন করা হয়। এখানেই শেষ নয়, নৃশংস এই ঘটনার ভিডিও তোলা হয়েছে। স্বাভাবিকভাবেই এই ঘটনার পর ইতিমধ্যেই উত্তাল গোটা রাজস্থান (Rajasthan) তথা দেশ (India)। পালানোর সময় তাড়া করে ২ জন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। তবে তারপরে আরও একধিক জন গ্রেফতার হয়েছে। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, উদয়পুর হত্যাকাণ্ডে এবার সপ্তমতম অভিযুক্তকে গ্রেফতার করল এনআইএ (NIA)।
আরও পড়ুন, 'বাংলাভাগ'-র রাজনীতির প্রতিবাদ, সাইকেলে কলকাতা পাড়ি তৃণমূলের
সূত্রে খবর, অভিযুক্ত মহম্মদ রিয়াজের বাইকের নাম্বার প্লেটের নাম্বারের শেষ ৪ টি সংখ্যা ২৬ ১১। যা দেখলে মুহূর্তেই ভেসে ওঠে মুম্বই হামলার ১৪ বছর আগের ভয়াবহ স্মৃতি। তবে যে অভিযুক্ত মহম্মদ রিয়াজ এই নাম্বার ক্রমান্বয়ে পেয়েছে, সেটা নয়। এই নাম্বার প্লেটের জন্য রীতিমতো টাকা খরচ করতে হয়েছে। আর এখানেই প্রশ্ন উঠেছে, কেন এমন নাম্বার প্লেট বসাল রিয়াজ। তাহলে কি এর সঙ্গে মুম্বই হামলার কোনও যোগাযোগ রয়েছে। তবে এই নিয়ে একের পর এক গ্রেফতারের পর এনআইএ এবার সপ্তমতম অভিযুক্তকে গ্রেফতার করেছে।
NIA arrests seventh person in connection with killing of tailor Kanhaiya Lal in Udaipur in Rajasthan: Spokesperson
— Press Trust of India (@PTI_News) July 10, 2022
প্রসঙ্গত সংবাদমাধ্যমের একটি অনুষ্ঠানে হজরত মহম্মদকে নিয়ে কথা বলতে গিয়েই বিতর্কিত হন বিজেপি নেত্রী নুপুর শর্মা। তার পদ থেকে সরিয়ে দেয় গেরুয়া শিবির। এরপর বিজেপির সাসপেন্ডেড নেত্রী নূপুর শর্মার বক্তব্যের পর উত্তাল হয় উত্তরপ্রদেশ। যদিও এখন আর সেটা উত্তরপ্রদেশে আটকে। হিংসা ছড়িয়েছে বাংলা, রাজস্থানে। নূপুরের বিতর্কিত মন্তব্যের জেরে বিক্ষোভ দেখায় একাধিক সংখ্যা লঘু সংগঠন। আগুন জ্বলে বাংলায়।
এবার প্রশ্নটা হচ্ছে, বিজেপি নেত্রী নুপুর শর্মার পয়গম্বরকে নিয়ে বিতর্কিত মন্তব্যের পর আগেই আত্মঘাতী হামলার হুমকি দিয়েছিল আলকায়দা জঙ্গি সংগঠন। আর এবার নুপুর শর্মার সমর্থনে সোশাল মিডিয়ায় পোস্ট করায় ওই ব্যক্তিকে দোকানের ভিতরে ঢুকে খুন করা হয়। এখানেই শেষ নয়, নৃশংস এই ঘটনার ভিডিও তোলা হয়েছে। স্বাভাবিকভাবেই এই ঘটনার পর তাই জঙ্গি সংগঠনের কোনও এই হত্যাকাণ্ডে হাত রয়েছে কিনা প্রশ্ন উঠেছে।