SSKM Hospital: নতুন সাফল্য পেল SSKM | এই প্রথম সরকারি হাসপাতালে IVF পদ্ধতিতে কন্যা সন্তানের জন্ম দিলেন মহিলা | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: ঠিক যেন উমা এল দেবীপক্ষে। নতুন সাফল্য পেল এসএসকেএম হাসপাতাল। রাজ্যের এই প্রথম কোনও সরকারি হাসপাতালে আইভিএফ পদ্ধতিতে কন্যা সন্তানের জন্ম দিলেন মহিলা। সুস্থ আছে শিশু, সুস্থ আছেন মা।
মায়ের বোধনে যেখানে আর মাত্র কয়েকটা দিন বাকি, তখন এক মায়ের কোল আলো করে এল অন্য উমা। এসএসকেএম হাসপাতালে দক্ষিণ চব্বিশ পরগনার এক দম্পতির শারীরিক পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে সরকারি হাসপাতালে আইভিএফ প্রক্রিয়ার সূচনা হয়। ঘোষ দোস্তিদার ইন্সটিটিউট ফর ইনফার্টিলিটির সঙ্গে যৌথ উদ্যোগে পুরো প্রক্রিয়া সম্পন্ন হয় এসএসকেএম হাসপাতালে। আট মাস পরে দেবীপক্ষে কন্যা সন্তানের জন্ম দিলেন মহিলা।
এসএসকেএম হাসপাতাল সূত্রে খবর, আইভিএফ পদ্ধতির মাধ্যমে সন্তানসম্ভবা হয়েছেন আরও ৩৫ জন মহিলা। আমরা খুশি আন্তর্জাতিক পর্যায়ের এক পরিকাটামো গড়ে প্রথম আইভিএফ শিশু ভূমিষ্ঠ হল এসএসকেএম হাসপাতালে এবং সম্পূর্ণ বিনামূল্যে এই পুরো চিকিৎসা করা হচ্ছে। ১৯৭৮ সালে কলকাতায় চিকিৎসক সুভাষ মুখোপাধ্যায়ের হাত ধরে আইভিএফ পদ্ধতির সূচনা হয়। এবার সেই পদ্ধতিতে সাফল্য পেল সরকারি হাসপাতাল। এসএসকেএম হাসপাতালে ওপিডি বিল্ডিং-এর সাত তলায় গড়ে তোলা হচ্ছে আন্তর্জাতিক মানের নতুন আইভিএফ ইউনিট ।