Corbevax and Covaxin: ৫ থেকে ১২ বছর বয়সি শিশুদের দেওয়া যাবে কোর্বেভ্যাক্স এবং কোভ্যাকসিন, জানাল NTAGI প্যানেল
Covid Vaccination: শিশুদের জন্য (৫ থেকে ১২ বছর) কোর্বেভ্যাক্স এবং কোভ্যাকসিন দেওয়ার সুপারিশ করেছে NTAGI প্যানেল।
নয়া দিল্লি: NTAGI-এর স্ট্যান্ডিং টেকনিক্যাল সাব-কমিটি (STSC) ৫ থেকে ১২ বছর বয়সি শিশুদের জন্য COVID-19 ভ্যাকসিন Corbevax এবং Covaxin ব্যবহারের অনুমোদন দিয়েছে। সম্প্রতি আনুষ্ঠানিক ভাবে এই তথ্য জানা গিয়েছে। তবে টিকাদান অর্থাৎ ভ্যাকসিনেশন কর্মসূচিতে উক্ত ভ্যাকসিনগুলি কবে থেকে যুক্ত বা চালু করা হবে সেই বিষয়ে কোনও সিদ্ধান্ত এখনও হয়নি বলেই জানা গিয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, গত ১৬ জুন STSC-র একটি সভা অনুষ্ঠিত হয়েছিল। সেখানেই Biological E-এর Corbevax এবং Bharat Biotech-এর Covaxin ডেটা পর্যালোচনা করা হয়েছিল। আর তার পরেই ওই সভায় উপস্থিত সদস্যরা সিদ্ধান্ত নিয়েছেন যে ৫ থেকে ১২ বছর বয়সি শিশুদের মধ্যে এইসব টিকা দেওয়ার জন্য সুপারিশ করা যেতে পারে। তবে একটি সরকারি সূত্র মারফত আবার এও জানা গিয়েছে যে, NTAGI-এর স্ট্যান্ডিং টেকনিক্যাল সাব-কমিটির সদস্যরা নাকি একথাও জানিয়েছেন যে এযাবৎ করোনাভাইরাসের কারণে শিশুমৃত্যুর যে পরিসংখ্যান প্রকাশ্যে এসেছে তা ১২ বছরের কম বয়সিদের ক্ষেত্রে টিকাকরণ শুরু করার সিদ্ধান্ত নেওয়ার জন্য যথেষ্ট নয়। NTAGI-এর স্ট্যান্ডিং টেকনিক্যাল সাব-কমিটির পরবর্তী মিটিংয়ে এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া বলে শোনা গিয়েছে। ভারতের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা চলতি বছর এপ্রিল মাসে ৫ থেকে ১২ বছর বয়সিদের জন্য কোর্বেভ্যাক্স এবং ৬ থেকে ১২ বছর বয়সি শিশুদের জন্য কোভ্যাক্সিন-কে জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে।
শুক্রবার, ৮ জুলাই প্রকাশিত বুলেটিন অনুযায়ী, দেশে দৈনিক কোভিড সংক্রমণ পেরিয়েছে ১৮ হাজার। দেশে কোভিডের দৈনিক সংক্রমণ সামান্য কমলেও বেড়েছে মৃত্যুর সংখ্যা।
দেশে কোভিড-গ্রাফ: (৮ জুলাইয়ের পরিসংখ্যান অনুসারে)
- কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ৮১৫ জন।
- গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ১৮ হাজার ৯৩০।
- গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৩৮ জনের।
- গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৩৫।
- এখনও পর্যন্ত দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫ লক্ষ ২৫ হাজার ৩৪৩ জনের।
- মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৩৫ লক্ষ ৮৫ হাজার ৫৫৪।
- গত ২৪ ঘণ্টায় সংক্রমণ মুক্ত হয়েছেন ১৫ হাজার ৮৯৯ জন।
- বুলেটিন অনুযায়ী দেশে পজিটিভিটি রেট ৪.৯৬ শতাংশ।
- দেশে এখন অ্যাক্টিভ করোনা আক্রান্ত ১ লক্ষ ২২ হাজার ৩৩৫ জন।
আরও পড়ুন- ওমিক্রন থেকেই BA.2.75-এর আবির্ভাব, ভারতে করোনার নতুন রূপ, নিশ্চিত করল WHO
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )