Covid19 Initiative: করোনার ভ্যাকসিন নিলেই জিততে পারেন টিভি, মোবাইল
প্রথমে পঁয়তাল্লিশ বছরের উর্ধ্বের মানুষকে ভ্যাকসিন দেওয়া হলেও এখন যেকোনও বয়সের মানুষই নিতে পারছেন করোনার ভ্যাকসিন।
নয়াদিল্লি : গত প্রায় দুটো বছর ধরে বিশ্ব জুড়ে তাণ্ডব চালাচ্ছে মারণ ভাইরাস করোনা (Covid19)। যার জেরে বিপর্যস্ত গোটা বিশ্বের জনজীবন। আমাদের দেশেও তার প্রভাব পড়েছে মারাত্মক আকারে। করোনার দ্বিতীয় ঢেউ এখনও কাটেনি, তারই মধ্যে চোখ রাঙাচ্ছে করোনার তৃতীয় ঢেউ। যদিও ইতিমধ্যেই আমাদের দেশে শুরু হয়ে গিয়েছে করোনার ভ্যাকসিন দেওয়ার প্রক্রিয়া। প্রথমে পঁয়তাল্লিশ বছরের ঊর্ধ্বের মানুষকে ভ্যাকসিন দেওয়া হলেও এখন যেকোনও বয়সের মানুষই নিতে পারছেন করোনার ভ্যাকসিন (Vaccine)।
আগামী ২৪ অক্টোবর, ৩১ অক্টোবর এবং ৭ নভেম্বর মণিপুরের ইম্ফলের পশ্চিম জেলার মানুষকে ভ্যাকসিন দেওয়ার ক্যাম্প হতে চলেছে। এবং এই ক্যাম্প থেকে যাঁরা করোনা ভ্যাকসিন নেবেন, তাঁরা জিততে পারবেন টেলিভিশন এবং মোবাইল সেট। না, একেবারেই এটা কোনও ভুয়ো খবর নয়। ইম্ফলের প্রশাসনের পক্ষ থেকে এই খবর জানানো হয়েছে।
আরও পড়ুন - WHO On Vaccine: রোগ প্রতিরোধ ক্ষমতা কম হলে ভ্যাকসিনের দুটি ডোজের পরও বুস্টার নিতে হবে, পরামর্শ হু-র
সদ্যই ইম্ফলের পশ্চিমের জেলার ডেপুটি কমিশনার একটি বিবৃতিতে জানিয়েছেন যে, ২৪ অক্টোবর, ৩১ অক্টোবর এবং ৭ নভেম্বর আয়োজিত তিনটি মেগা ক্যাম্প থেকে যাঁরা ভ্যাকসিন নেবেন, তাঁরা সুযোগ পাবেন পুরস্কার জেতার। প্রথম পুরস্কার হিসেবে পেয়ে যেতে পারেন বড় স্ক্রিনের টেলিভিশন সেট। দ্বিতীয় পুরস্কার হিসেবে জিতে নিতে পারেন মোবাইল ফোন। এবং তৃতীয় পুরস্কার হিসেবে পেয়ে যেতে পারেন বিছানার চাদর। এছাড়াও রয়েছে ১০টি স্বান্তনা পুরস্কারও।
বিবৃতিতে আরও বলা হয়েছে যে, আঠেরো বছরের ঊর্ধ্বে যেকোনও ব্যক্তি করোনার প্রথম কিংবা দ্বিতীয় ডোজ নিতে পারবেন এই তিনটি মেগা ক্যাম্প থেকে। লাকি ড্র-এর মাধ্যমে বিজয়ীদের বেছে নেওয়া হবে এবং পুরস্কৃত করা হবে।
আরও পড়ুন - India on Covid Vaccination: শীঘ্রই দেশে ১০০ কোটি টিকাকরণ হয়ে যাবে, আশাবাদী কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )