PM Modi : বিপিন রাওয়াত-সহ বাকি ১২ জনের মরদেহে শেষশ্রদ্ধা প্রধানমন্ত্রীর
PM Modi pays last respects : ভারতীয় সেনা জানিয়েছে, এখন পর্যন্ত বিপিন রাওয়াত, তাঁর স্ত্রী মধুলিকা রাওয়াত ও ব্রিগেডিয়ার এলএস লিড্ডারের মরদেহ শনাক্ত করা গেছে
![PM Modi : বিপিন রাওয়াত-সহ বাকি ১২ জনের মরদেহে শেষশ্রদ্ধা প্রধানমন্ত্রীর PM Modi pays last respects to CDS General Bipin Rawat and other 12 in Palam Airport PM Modi : বিপিন রাওয়াত-সহ বাকি ১২ জনের মরদেহে শেষশ্রদ্ধা প্রধানমন্ত্রীর](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/12/09/a68b487b912c79a143aa8dbe5f44d29b_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়া দিল্লি : পালাম বিমানবন্দরে চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত-সহ বাকি ১২ জনের মরদেহে শেষশ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শেষশ্রদ্ধা জানান প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, সেনাপ্রধান জেনারেল এমএম নারাভানে, নৌসেনা প্রধান অ্যাডমিরাল আর হরি কুমার ও বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল ভিআর চৌধুরী।
ভারতীয় সেনা জানিয়েছে, এখন পর্যন্ত বিপিন রাওয়াত, তাঁর স্ত্রী মধুলিকা রাওয়াত ও ব্রিগেডিয়ার এলএস লিড্ডারের মরদেহ শনাক্ত করা গেছে। বাকিদের দেহ শনাক্তকরণের কাজ চলছে। এই প্রক্রিয়া শেষ হওয়ার আগে পর্যন্ত মরদেহ আর্মি বেস হাসপাতালের মর্গে দেহ রাখা থাকবে। যথাযথ মর্যাদায় প্রত্যেকের শেষকৃত্যের পরিকল্পনা করা হচ্ছে। এক্ষেত্রে পরিবারের সদস্যদের সঙ্গেও যোগাযোগ রাখা হচ্ছে।
জানা গেছে, কাল পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হবে। জেনারেল বিপিন রাওয়াতের দেহ বাড়িতে শায়িত থাকবে। সকাল ১১ টা থেকে জেনারেলকে শ্রদ্ধা জানাতে পারবেন নাগরিকরা। বেলা ২টোয় রাওয়াতের মরদেহ শ্মশানে নিয়ে যাওয়া হবে।
গতকাল তামিলনাড়ুর কুন্নুরে হেলিকপ্টার ভেঙে মৃত্যু হয় দেশের প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াতের। দুর্ঘটনায় মৃত্যু হয় জেনারেল রাওয়াতের স্ত্রী মধুলিকারও। কপ্টারের ১৪ জন যাত্রীর মধ্যে ১৩ জনেরই মৃত্যু হয়। তাঁদেরই একজন চিফ অফ ডিফেন্স স্টাফের ব্যক্তিগত নিরাপত্তারক্ষী হাবিলদার সৎপাল রাই। তিনি দার্জিলিঙের তাকদার বাসিন্দা। তাঁর মৃত্যুতে পাহাড়ে শোকের ছায়া। ট্যুইট করে শোকপ্রকাশ করেন দার্জিলিঙের সাংসদ রাজু বিস্তা।
গতকালের এই দুর্ঘটনায় বিপিন রাওয়াত, তাঁর স্ত্রী মধুলিকা রাওয়াত ছাড়াও প্রাণ হারান ব্রিগেডিয়ার এলএস লিড্ডা, লেফটেন্যান্ট কর্নেল হরজিন্দর সিং, নায়েক গুরসেবক সিং, নায়েক জিতেন্দ্র কুমার, ল্যান্সনায়েক বিবেক কুমার, ল্যান্সনায়েক বি সাই তেজা, হাবিলদার সৎপাল রাই। হেলিকপ্টারটি চালাচ্ছিলেন উইং কমান্ডার পৃথ্বী সিংহ চৌহান।
গুরুতর জখম হন গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিংহ। উন্নত চিকিৎসার জন্য আজ তাঁকে ওয়েলিংটনের সেনা হাসপাতাল থেকে বেঙ্গালুরুর কম্যান্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সংবাদসংস্থা এএনআই সূত্রে এমনই জানা গিয়েছে। গতকাল দুর্ঘটনার পর তাঁকে ওয়েলিংটনের সেনা হাসপাতালে ভর্তি করা হয়।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)