Rahul Gandhi প্রভাকরণের মৃত্যু তাঁকে ব্যথিত করেছিল, জানালেন রাহুল
তামিলনাড়ুর নির্বাচনের কথা মাথায় রেখেই রাহুল এই কথা বলেছেন বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ
নয়াদিল্লি: রাজীব গাঁধীর হত্যাকারীকে নিয়ে চমকে দেওয়ার মতো মন্তব্য পেশ করলেন রাহুল। একটি ওয়েবিনার আলোচনায় অংশগ্রহণ করতে গিয়ে তিনি বলেন, তাঁর বাবার হত্যাকারীর মৃত্যুতে তিনি ব্যথিত হয়েছিলেন।
পাঁচ রাজ্যে ভোটের মুখে অর্থনীতিবিদ কৌশিক বসুর সঙ্গে একটি ওয়েবিনার সাক্ষাত্কারে অংশ নিয়েছিলেন কংগ্রেস সাংসদ। সেখানেই রাজীব গাঁধীর হত্যা প্রসঙ্গও উঠে আসে।
এই প্রেক্ষিতে রাহুল জানান, বাবার মৃত্যুর ফলে তাঁর জীবনে মৌলিক পরিবর্তন এনেছিল। একদিকে তা প্রচণ্ড হিংসা ও বেদনার ছিল। অন্যদিকে, বাবাকে হারানোর শোক।
আরও পড়ুন
Rahul Gandhi ১৯৭৫ সালে জরুরি অবস্থা জারির সিদ্ধান্ত ভুল ছিল: রাহুল গাঁধী
কংগ্রেস সাংসদ বলেন, সেই সময় আমি দেখেছিলাম, নিজের থেকে বড় শক্তির বিরুদ্ধে বাবাকে লড়াই করতে। আমি বুঝতে পারছিলাম, এর পরিণতি কোথাও গিয়ে খারাপ হবেই। সবচেয়ে খারাপ হল, বাবাকে মৃত্যুর দিকে এগিয়ে যেতে দেখেছি, সেটা আরও কষ্টের।
কিন্তু এরপর রাহুল চমকে দেওয়ার মতো মন্তব্য করেন। রাহুল জানান, এলটিটিই প্রধান প্রভাকরণের মৃত্যুসংবাদ শুনে তাঁর খারাপ লেগেছিল।
এলটিটিই জঙ্গিদের মানববোমা বিস্ফোরণেই তামিলনাড়ুতে নির্বাচনী প্রচারে গিয়ে নিহত হয়েছিলেন রাজীব গাঁধী। যে ঘটনায় মূল ষড়যন্ত্রকারী হিসেবে প্রভাকরণের নামই উঠে আসে। সেই প্রসঙ্গ টেনেই রাহুল জানান, প্রভাকরণের মৃত্যু তাঁকে ব্যথিত করেছিল।
পাঁচ রাজ্যের মধ্যে তামিলনাড়ুতেও ভোট রয়েছে। তামিলনাড়ুর নির্বাচনের কথা মাথায় রেখেই রাহুল এই কথা বলেছেন বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।
এর পাশাপাশি, ইন্দিরা গাঁধীর আমলে দেশে জারি হওয়া জরুরি অবস্থা নিয়েও মুখ খোলেন রাহুল। সিদ্ধান্ত ভুল ছিল বলে জানান তিনি। সেখানে রাহুল স্বীকার করে নেন যে, তাঁর ঠাকুমা অর্থাৎ প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গাঁধীও তেমনটাই মানতেন।