Ind Pak Sweet Exchange: প্রজাতন্ত্র দিবসে আটারি-ওয়াঘা বর্ডারে শুভেচ্ছা ও মিষ্টি বিনিময় বিএসএফ ও পাক রেঞ্জার্সের
BSF-Pakistan Rangers exchange sweets:প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে পাক রেঞ্জার্স বিএসএফ আধিকারিকদের শুভেচ্ছা জানান। দীপাবলিতে ভারত ও পাক আধিকারিকরা একে অপরকে শুভেচ্ছা জানিয়ে মিষ্টি বিনিময় করেছিলেন।
BSF-Pakistan Rangers exchange sweets: আজ দেশজুড়ে পালিত হচ্ছে ৭৩ তম প্রজাতন্ত্র দিবস। আর এই উপলক্ষ্যে অটারি ওয়াঘা বর্ডারে সীমান্ত সুরক্ষা বাহিনী (বিএসএফ) ও পাকিস্তানি রেঞ্জার্সের মধ্যে মিষ্টি আদানপ্রদান হল। প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে পাক রেঞ্জার্স বিএসএফ আধিকারিকদের শুভেচ্ছা জানান। এর আগে দীপাবলিতে ভারত ও পাকিস্তানের আধিকারিকরা একে অপরকে শুভেচ্ছা জানিয়ে মিষ্টি বিনিময় করেছিলেন।
উল্লেখ্য, প্রজাতন্ত্র দিবস, স্বাধীনতা দিবস ছাড়াও ইদ, দোল ও দীপাবলিতে ভারত ও পাকিস্তানের সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে শুভেচ্ছা ও মিষ্টি বিনিময়ের প্রথা রয়েছে। গত বছরের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে তা হয়নি। গত বছর বিএসএফ পাক রেঞ্জার্সের আধিকারিকদের সঙ্গে শুভেচ্ছা ও মিষ্টি বিনিময় করেনি। দুই দেশের মধ্যে সম্পর্কে জটিলতার কারণে গত বছর এই পদক্ষেপ গ্রহণ করেছিল বিএসএফ।
এবার অবশ্য পাঞ্জাবের আটারি-ওয়াঘা সীমান্তে ৭৩ তম প্রজাতন্ত্র দিবস পালন। একে অপরকে মিষ্টিমুখ করালেন বিএসএফ ও পাক সেনা জওয়ানরা।
৭৫ তম স্বাধীনতা দিবসের উদ্যারপনকে সামনে রেখে দেশজুড়ে ৭৩ তম প্রজাতন্ত্র দিবস পালন হচ্ছে আজ। সকালে ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। উপস্থিত ছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ও তিন বাহিনীর প্রধান। এরপর রাজপথে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে যোগ দেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। ২১টি তোপধ্বনির মধ্যে জাতীয় পতাকা উত্তোলন হয়।
এবারের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে একাধিক চমক। দিল্লির রাজপথে ন্যাশনাল ক্যাডেট কর্পস অংশ নেবে শহিদোঁ কো শত শত নমন অনুষ্ঠানে। ৭৫টি বিমান অথবা হেলিকপ্টারের গ্র্যান্ড ফ্লাইপাস্ট। প্রজাতন্ত্র দিবসে কলাকুম্ভ অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন ৪৮৫ জন শিল্পী।
অনুষ্ঠানে শুরুতেই আকাশপথে গর্জন এম আই কপ্টারের। পুষ্পবৃষ্টি করে অনুষ্ঠানের শুভ সূচনা করে বায়ুসেনার চারটি কপ্টার।পোশাকি নাম সিক্সটি ওয়ান ক্যাভালরি। ৬৯ বছর আগে তৈরি অশ্বারোহী দলের কুচকাওয়াজ দেখল রাজপথ। নেতৃত্ব দিলেন মেজর মৃত্যুঞ্জয় সিংহ চৌহান।