Suvendu Adhikari : ' উত্তরপ্রদেশ ভোটের পর ১২টা বাজাব ', বাংলা আর ইউপি রাজনীতিকে এভাবেই জুড়লেন শুভেন্দু
বারবার উত্তরপ্রদেশের ভোটের ফলাফলকে বঙ্গ রাজনীতির সঙ্গে জুড়ে দিয়েছেন শুভেন্দু অধিকারী।
আশাবুল হোসেন, কৃষ্ণেন্দু অধিকারী ও দীপক ঘোষ, কলকাতা : বৃহস্পতিবার উত্তরপ্রদেশের বিধানসভা ভোটের ফল ঘোষণা আঁচ এসে পড়ল বাংলায়। সম্প্রতি, উত্তরপ্রদেশের ভোটের ফলাফলকে বঙ্গ রাজনীতির সঙ্গে জুড়ে দিয়েছেন শুভেন্দু অধিকারী। নাম নাম করে এ’দিন তার জবাব দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
' ভালো করে জোট বাঁধুন, বোম আমরা ফেলব, উত্তরপ্রদেশের ভোটের পর, গণতন্ত্রের বোম। শান্তিপূর্ণ বোম, মানে গণআন্দোলন। দেখবেন সব কাঁপবে। ' আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। আর এবার তার জবাব দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় । নেতাজী ইন্ডোরে শুভেন্দুর নাম না করেই স্পষ্ট কটাক্ষ , ' কেউ কেউ আগে থেকেই বলছে, ইউপিতে জিতলে নবান্নে ঝড় ওঠাব। আগে ঝড় থামা তোর নিজের এলাকায়। নিজেদের ওয়ার্ডে গিয়ে ঝড় থামা। তারপর ঝড় তুলবি। '
আরও পড়ুন :
সিলিন্ডার বিস্ফোরণে উড়ে গেল বাড়ির ছাদ, প্রাণ গেল বালকের
এর জবাব দিতে আবার এগিয়ে আসেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি বলেন, ২০১৯ সালে লোকসভা ভোটে ভিভিপ্যাট যুক্ত আধুনিক ইভিএম মেশিনের ভোটে মুখ্যমন্ত্রী নিজের ওয়ার্ডেই তো হেরেছিলেন !
বৃহস্পতিবার উত্তরপ্রদেশের বিধানসভা ভোটের ফল ঘোষণা । তার আঁচ এসে পড়ল বাংলায়। ফল ঘোষণার ৪৮ ঘণ্টা আগে হুঁশিয়ারি দিলেন তৃণমূল নেত্রী । সাম্প্রতিককালে বারবার উত্তরপ্রদেশের ভোটের ফলাফলকে বঙ্গ রাজনীতির সঙ্গে জুড়ে দিয়েছেন শুভেন্দু অধিকারী। তিনি গত ২৫ ফেব্রুয়ারি তিনি বলেন, ' উত্তরপ্রদেশে যো রামকো লায়ি হ্যায়...ইউপিতে উনকো লায়েঙ্গে...যোগীজি তিনশো পার করবেন, তারপর গণতন্ত্রের বোমা বিস্ফোরণ করব।' " ঠিক তার পরপর আবারও শুভেন্দু বলেন , উত্তরপ্রদেশ ভোটের পরই ১২টা বাজাব !
তৃণমূলের সাংগঠনিক বৈঠকে শুভেন্দু অধিকারীর নাম না করে জবাব দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, ' তোরা ঝড় তুললে আমরা টর্নেডো তুলব , এই মাটিতেই লড়াই করব।'
বৃহস্পতিবার উত্তরপ্রদেশ সহ ৫ রাজ্যের ফল ঘোষণা। তার আগেই যোগীরাজ্যের উত্তাপ এলে পড়ল হুগলি নদীর পাড়ে।