(Source: ECI/ABP News/ABP Majha)
UP News : স্ত্রী ডিম্পল ও মেয়ে করোনায় আক্রান্ত, অখিলেশ যাদবকে ফোন যোগীর
Yogi Adityanath Dials Akhilesh Yadav : ট্যুইট করে একথা জানায় উত্তরপ্রদেশ মুখ্যমন্ত্রীর কার্যালয়। হিন্দিতে সেই ট্যুইটারে লেখা হয়েছে, অখিলেশ যাদবের পরিবারের দ্রুত আরোগ্য কামনা করেছেন মুখ্যমন্ত্রী
নয়া দিল্লি : করোনায় আক্রান্ত উত্তরপ্রদেশের সাংসদ ডিম্পল যাদব(Dimple Yadav) ও তাঁর মেয়ে। এই পরিস্থিতিতে ডিম্পলের স্বামী তথা সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদবের(Akhilesh Yadav) সঙ্গে ফোনে কথা বললেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। আজ সকালে ট্যুইট করে একথা জানায় উত্তরপ্রদেশ মুখ্যমন্ত্রীর কার্যালয়। হিন্দিতে সেই ট্যুইটারে লেখা হয়েছে, অখিলেশ যাদবের পরিবারের দ্রুত আরোগ্য কামনা করেছেন মুখ্যমন্ত্রী।
গতকাল একটি ট্যুইটারে ডিম্পল জানান, তিনি সেল্ফ আইসোলেশনে রয়েছেন। হিন্দিতে তিনি লেখেন, আমি কোভিড পরীক্ষা করিয়েছি। রিপোর্ট পজিটিভ এসেছে। আমার টিকাকরণ সম্পূর্ণ হয়ে গেছে। কোনও উপসর্গও নেই। নিজের এবং অন্যদের নিরাপত্তার জন্য, আইসোলেশনে রয়েছি। তাছাড়া যাঁরা এই সময়ের মধ্যে আমার সংস্পর্শে এসেছেন, তাঁরাও কোভিড পরীক্ষা করিয়ে নিন।
যদিও এটা জানা যায়নি যে, অখিলেশ যাদব টিকা নিয়েছেন কি না।
আরও পড়ুন ; গতকালের তুলনায় হাজারের বেশি করোনা সংক্রমণ, দেশে বাড়ল দৈনিক মৃত্যুও
প্রসঙ্গত, গত ২৪ ঘণ্টায় দেশে আরও বেড়েছে দৈনিক করোনা সংক্রম। বুধবারের থেকে একলাফে সংক্রমিতের সংখ্যা বেড়েছে এক হাজারের বেশি।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন, ৭ হাজার ৪৯৫ জন। গতকাল এই সংখ্যাটা ছিল ৬ হাজার ৩১৭ জন। মঙ্গলবার ওই সংখ্যা ছিল ৫ হাজার ৩২৬।
এদিকে বেড়েছে দৈনিকে মৃতের সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৪৩৪ জনের। গতকাল এই সংখ্যাটা ছিল ৩১৮ জন। তার আগের দিন মৃত্যুর সংখ্যা ছিল ৪৫৩। এনিয়ে দেশের মোট মৃত্যু ৪,৭৪,৭৫৯।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, দেশে এই মুহূর্তে সক্রিয় আক্রান্তের সংখ্যা ৭৮ হাজার ২৯১ জন। গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়েছেন ৬ হাজার ৯৬০ জন। এনিয়ে দেশে মোট সুস্থের সংখ্যা-৩,৪২,০৮,৯২৬। এপর্যন্ত দেশে মোট টিকাকরণ হয়েছে- ১,৩৯,৬৯,৭৬,৭৭৪। দেশে মোট ওমিক্রন আক্রান্তের সংখ্যা ২৩৬।