Uttarakhand Flood Update: বৃষ্টি বিপর্যস্ত উত্তরাখণ্ডে বাড়ছে উদ্বেগ, এখনও পর্যন্ত ২৮ জনের মৃত্যু
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইতিমধ্যে টেলিফোনে কথা বলেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিংহ ধামির সঙ্গে
নৈনিতাল : দেবভূমিতে ফের দুর্যোগ। একটানা বৃষ্টির জেরে কার্যত বিপর্যস্ত উত্তরাখণ্ড। একাধিক জায়গার পরিস্থিতি ঘিরে ক্রমশ বাড়ছে উদ্বেগ। এমনিতেই বিভিন্ন জায়গায় ধস নেমে কার্যত গোটা উত্তরাখণ্ড জুড়ে বিভিন্ন জায়গায় আটকে রয়েছেন হাজারো পর্যটক। এর মাঝেই ঘণ্টায় ঘণ্টায় ক্রমশ বেড়ে চলেছে মন খারাপ করা মৃত্যুমিছিলের খবর। শেষ পাওয়া খবর জানাচ্ছে, মৃত্যু হয়েছে ২৮ জনের। যার মধ্যে বেশিরভাগই নৈনিতাল এলাকায়। উত্তরাখণ্ডের ডিজিপি অশোক কুমার সংবাদসংস্থা এএনআইকে জানিয়েছেন, 'এখনও পর্যন্ত ২৮ জনের মৃত্যু হয়েছে। বেশিরভাগই মৃত্যুই হয়েছে নৈনিতাল এলাকায়।
গোটা পরিস্থিতি সম্পর্কে আরও ভাল ধারণার জন্য উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিংহ ধামি অতিবৃষ্টিতে প্রভাবিত বিভিন্ন এলাকা আকাশপথে সফর করে দেখেন। পরে তিনি জানান, 'বিপর্যস্ত এলাকাগুলি থেকে পর্যটকদের সরিয়ে আনতে হেলিকপ্টারের মাধ্যমে সেনা পাঠানো হচ্ছে।' গোটা পরিস্থিতি নিয়ে ইতিমধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইতিমধ্যে টেলিফোনে কথা বলেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীর সঙ্গে। বৃষ্টিপাত শুরু হওয়ার পর থেকেই উত্তরাখণ্ড সরকার সক্রিয়ভাবে কাজে নামলেও এই মুহূর্তে প্রকৃতির রুদ্ররূপের কাছে বেশ বেগ পেতে হচ্ছে উদ্ধারকাজে।
উত্তরাখণ্ডের বিভিন্ন জায়গা জুড়ে আপাতত শুধু প্রকৃতির রুদ্ররূপের বহর। হলদওয়ানিতে গাউলা নদীর জলে ভেসে গেছে সেতু। নৈনিতাল লেকের জলে ধুয়ে গেছে রাস্তা। উত্তরাখণ্ডের বিভিন্ন এলাকায় আটকে পড়েছেন একাধিক পর্যটক, যার মধ্যে রয়েছেন বাংলার একাধিক পর্যটকও। পাহাড়ি রাজ্যে পুজোর ছুটি কাটাতে গিয়ে, বিপদে পড়েছেন হাওড়া থেকে যাওয়া ১৪ জন পর্যটকের দল। সোমবার রাতে পর্যটকদের ফেরার ট্রেন ছিল কাঠগোদাম স্টেশন থেকে। কিন্তু, প্রবল বৃষ্টিতে কাঠগোদাম ফেরার রাস্তায় বড়সড় ধস নামে। আটকে পড়েন সবাই। বিপদের সময় ওই পর্যটকদের পাশে দাঁড়ান স্থানীয়রা। আপাতত তাঁদের আশ্রয়ে রয়েছেন তাঁরা। কিন্তু ঘরে ফিরবেন কীভাবে? দেখা দিয়েছে চূড়ান্ত অনিশ্চয়তা।
আরও পড়ুন- উত্তরাখণ্ডে প্রবল বৃষ্টি-ধস, আটক ১৪ জন বাঙালি পর্যটক
আরও পড়ুন- লাগাতার বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরাখণ্ড, আটকে শতাধিক পর্যটক
দেখুন ভিডিও: Uttarakhand : বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরাখণ্ড, নৈনিতালের বহু রাস্তা, বাড়িঘর জলমগ্ন