Corona Update: দেশের ৬০ শতাংশ মানুষ করোনা টিকার ডবল ডোজ পেয়েছেন, কেন্দ্রের পরিসংখ্যানে স্বস্তি
গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৩৭৪ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৪৩৪। দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৭৯ হাজার ১৩৩ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪৭ লক্ষ ৭২ হাজার ৬২৬।
নয়াদিল্লি: করোনা টিকাকরণে (Corona Vaccine) কার্যত নজির। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের (Union Health Minister) পরিসংখ্যান বলেন দেশে প্রায় ৬০ শতাংশ মানুষই ইতিমধ্যে টিকার দুটো ডোজ (Double Dose) পেয়ে গিয়েছে। আর তাতেই আশার আলো দেখছেন বিশেষজ্ঞদের একাংশ। দেশে ওমিক্রনে (Omicron) উদ্বেগ বাড়লেও করোনায় দৈনিক মৃত্যু ও আক্রান্তের সংখ্যা কমল। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের (Union Health Ministry) শুক্রবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত (Corona Active Case) হয়েছেন ৬ হাজার ৬৫০ জন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৭ হাজার ৪৯৫। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৩৭৪ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৪৩৪।
আরও পড়ুন: সুগন্ধী ব্যবসায়ীর বাড়িতে নগদ ১৫০ কোটি, টাকা গুনতে শেষে মেশিন আনতে হল আয়কর দফতরকে
দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৭৯ হাজার ১৩৩ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪৭ লক্ষ ৭২ হাজার ৬২৬। অন্যদিকে, দেশে ক্রমেই বাড়ছে ওমিক্রন-উদ্বেগ। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ১২২ জন। এই নিয়ে দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৩৫৮। ১৭ তম রাজ্য হিসেবে এবার উত্তরাখণ্ডেও মিলল ওমিক্রন (Omicron) আক্রান্তের সন্ধান।
অন্যদিকে বিশ্বে (World Corona Update) এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৫৩ লক্ষ ৮৪ হাজার ২৬০ জনের। মোট আক্রান্তের সংখ্যা ২৭ কোটি ৮০ লক্ষ ৭০ হাজার ৩৯।