Vice President Election: মার্গারেট আলভা সম্পর্কে দু-চার কথা
On Margaret Alva: আগামী ৬ অগস্টের নির্বাচনে তাঁর মুখোমুখি এনডিএ-র প্রার্থী তথা পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনকড়। রাজনৈতিক মহলের হিসেব, খুব কিছু হেরফের না হলে উপরাষ্ট্রপতি পদে এবার ধনকড়ের জয়ে তেমন কোনও বাধা নেই। তাতে অবশ্য মার্গারেট আলভার আত্মবিশ্বাস একচুলও টাল খেল না। বরং বিরোধী শিবির যে তাঁকে সর্বসম্মত ভাবে উপরাষ্ট্রপতি পদের নির্বাচনে প্রার্থী করেছে, তাকে ইতিবাচক মনোভাবেই গ্রহণ করলেন অশীতিপর প্রাক্তন রাজনীতিবিদ।
নয়াদিল্লি: আগামী ৬ অগস্টের নির্বাচনে তাঁর মুখোমুখি এনডিএ-র (nda) প্রার্থী তথা পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনকড় (jagdeep dhankar)। রাজনৈতিক মহলের হিসেব, খুব কিছু হেরফের না হলে উপরাষ্ট্রপতি (vice president) পদে এবার ধনকড়ের জয়ে তেমন কোনও বাধা নেই। তাতে অবশ্য মার্গারেট আলভার (margaret alva) আত্মবিশ্বাস একচুলও টাল খেল না। বরং বিরোধী শিবির (joint opposition) যে তাঁকে সর্বসম্মত ভাবে উপরাষ্ট্রপতি পদের নির্বাচনে প্রার্থী করেছে, তাকে ইতিবাচক মনোভাবেই গ্রহণ করলেন অশীতিপর প্রাক্তন রাজনীতিবিদ। কিন্তু কে তিনি? একনজরে তারই ঝলক।
টুকিটাকি..
১৯৪২ সালের ১৪ এপ্রিল ম্যাঙ্গালুরু শহরে জন্ম মার্গারেট আলভার। পরে বেঙ্গালুরুর মাউন্ট কারমেল এবং সরকারি আইন কলেজ থেকে বিএ এলএলবি করেন। ১৯৬৪ সালে বিয়ে করেন নিরঞ্জন আলভাকে। দম্পতির এক মেয়ে ও তিন ছেলে রয়েছে। তবে ২০১৮ সালে মারা যান নিরঞ্জন আলভা। রাজনৈতিক মহলেও অত্যন্ত পরিচিত তিনি। রাজ্যসভায় চার বার নির্বাচিত হয়েছেন। ১৯৯৯ সালে উত্তর কন্নড় আসন থেকে লোকসভায় জিতে আসেন। পরে ৪২ বছর বয়সে কেন্দ্রীয় মন্ত্রীও হয়েছিলেন মার্গারেট আলভা। কাজ করেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গাঁধী এবং পি ভি নরসিমা রাওয়ের অধীনে। গোয়া, রাজস্থান, গুজরাত এবং উত্তরাখণ্ড, চার রাজ্য়ের রাজ্যপালেরও দায়িত্ব সামলেছেন। তবে পরে, ২০০৮ সালে একটি বিতর্কে জড়িয়ে পড়েন। অভিযোগ, কর্নাটক নির্বাচনের টিকিট 'বিক্রি' হচ্ছে বলে দাবি করেছিলেন তিনি। এদিন তাঁকেই সর্বসম্মত ভাবে উপরাষ্ট্রপতি পদপ্রার্থী ঘোষণা করে ১৭টি বিরোধী দল।
আলভার উত্তর...
এদিনের সিদ্ধান্ত প্রকাশ্যে আসতেই টুইটারে প্রতিক্রিয়া জানিয়েছেন আশি বছরের প্রাক্তন রাজনীতিবিদ। লিখেছেন, 'উপরাষ্ট্রপতি পদে বিরোধী শিবিরের সর্বসম্মত প্রার্থী হওয়ার সিদ্ধান্তে আমি অত্যন্ত সম্মানিত অনুভব করছি। সবিনয়ে এই মনোনয়ন গ্রহণ করলাম। বিরোধী শিবিরের নেতারা যে আমার উপর ভরসা রেখেছেন, সে জন্য আন্তরিক ধন্যবাদ।' রাজনৈতিক মহলের মতে, এনডিএ এবং বিরোধী শিবির, দু তরফের প্রার্থীর মধ্যেই বেশ কিছু মিল রয়েছে। দুজনেই আইনজ্ঞ। জনপ্রতিনিধির দায়িত্বও সামলেছেন।
এবার লড়াই দেশের উপরাষ্ট্রপতি পদের।
আরও পড়ুন:পন্থ-পাণ্ড্যর ব্যাটে ভর করে সিরিজ পকেটে পুরল ভারত