Indian Rupee Falls: সর্বকালীন পতন, ডলারের সঙ্গে দৌড়ে আরও পিছনে ভারতের টাকা !
Rupee vs Dollar: বিগত কয়েক সপ্তাহ ধরেই লাগাতার টাকার দামে পতন চোখে পড়ছে। পতনের নিরিখে তৈরি হয়েছে একের পর এক রেকর্ড।

নয়াদিল্লি : আরও নামল টাকার দাম। সর্বকালীন পতন। সোমবার টাকার দাম আমেরিকার ডলারের নিরিখে এসে দাঁড়াল ৮৬-তে। এই রিপোর্টে ইঙ্গিত মিলছে, আগামী দিনে টাকার উপর আরও চাপ বাড়তে চলেছে। গত শুক্রবার যেখানে টাকার মূল্য ছিল ৮৫.৯৬৫০, এদিন তা নেমে দাঁড়ায় ৮৬.২০৫০-তে।
এক কারেন্সি ট্রেডার বলছেন, 'যেসব ফাটকাবাজ রুপির উপর বাজি ধরেছেন, মার্কিন চাকরির সংখ্যা তাঁদের ধরে রাখার আরও একটি কারণ জোগাচ্ছে। এটা বলে আমি বলতে চাই, আমার একটা নতুন স্তরে কাছাকাছি রয়েছি। যেখানে দাম (রুপির) অনেকগুলি নেতিবাচক দিক রয়েছে। এছাড়াও, আমরা দীর্ঘদিন ধরে একটি মার্জিত সংশোধনের জন্য অপেক্ষা করছি।'
বিগত কয়েক সপ্তাহ ধরেই লাগাতার টাকার দামে পতন চোখে পড়ছে। পতনের নিরিখে তৈরি হয়েছে একের পর এক রেকর্ড। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নবনিযুক্ত গভর্নর সঞ্জয় মালহোত্রর ভূমিকা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। তিনি ডলারের সামনে ভারতীয় মুদ্রাকে ঠিক জায়গায় ধরে রাখতে পারছেন না বলে উঠছে অভিযোগ।
আমেরিকার ডলার যেখানে লাগাতার শক্তিবৃদ্ধি করছে, সেখানে টাকার দামের এই পতনে অশনি সঙ্কেত দেখছেন অনেকেই। ভারতীয় বাজার থেকে বিদেশি বিনিয়োগ যেভাবে বেরিয়ে যাচ্ছে, তা নিয়েও আশঙ্কা দেখা দিয়েছে। গত ৯ জানুয়ারির হিসেব অনুযায়ী, ভারতের বাজার থেকে ৭১৭০.৮০ কোটি বিদেশই বিনিয়োগ বেরিয়ে গিয়েছে।
CR Forex-এর এমডি অমিত পবারির মতে, ভারতের বাজার থেকে ৪২০ কোটি ডলার বেরিয়ে গিয়েছে। আন্তর্জাতিক বাজারে তেলের দামও বাড়ছে ক্রমশ। আবার আমেরিকার নব নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে অনিশ্চয়তার দরুণও বাজার টালমাটাল বলে মনে করছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা। তাঁদের মতে, ট্রাম্পের বাণিজ্য নীতি নিয়ে অনিশ্চয়তা রয়েছে। জানুয়ারি মাসে রিজার্ভ ব্যাঙ্কের ডোমেস্টিক লিকুইডিটি ডেফিসিট গড়ে ৮৭, ৯৮৫ কোটিতে এসে ঠেকেছে। তাই রিজার্ভ ব্যাঙ্কও কিছু করতে পারছে না বলে মনে করা হচ্ছে।
গত শুক্রবার বাজার বন্ধ হওয়ার সময় থেকেই টাকার দরে সর্বকালীন পতন দেখা যায়। আজ সকালে তা আরও নীচে নেমে যায়। পাশাপাশি, শেয়ার বাজারের পতনও অব্যাহত রয়েছে। এমন চললে শীঘ্রই ডলার প্রতি টাকার দাম ৯০ থেকে ৯৫-এ নেমে যেতে পারে বলে আশঙ্কা করছেন অর্থনীতিবিদরা। পরিসংখ্যান তুলে ধরে এই সম্ভাবনার কথা জানিয়েছে Gavekal Research. (Rupee vs Dollar)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
