এক্সপ্লোর
Advertisement
গত ১০ বছরে ছাঁটমাল বেচে রেল পেয়েছে ৩৫,০৭৩ কোটি টাকা
লাভজনক সংস্থা হওয়ার সুনাম তেমন নেই ভারতীয় রেলওয়ের। কিন্তু সেই রেলই তাদের তহবিলে ৩৫,০০০ কোটি টাকা যোগাড় করল। ওই পরিমাণ অর্থ তিনটি উত্তর-পূর্বের রাজ্যের সম্মিলিত বাজেটের চেয়েও বেশি। কোচ, ওয়াগন ও রেল ট্রাকের মতো ছাঁটমাল বিক্রি করে গত দশ বছরে ৩৫,০৭৩ কোটি টাকা যোগাড় করেছে রেল।
ভোপাল: লাভজনক সংস্থা হওয়ার সুনাম তেমন নেই ভারতীয় রেলওয়ের। কিন্তু সেই রেলই গত ১০ বছরে তাদের তহবিলে ৩৫,০০০ কোটি টাকা যোগাড় করল। ওই পরিমাণ অর্থ তিনটি উত্তর-পূর্বের রাজ্যের সম্মিলিত বাজেটের চেয়েও বেশি। কোচ, ওয়াগন ও রেল ট্রাকের মতো ছাঁটমাল বিক্রি করে গত দশ বছরে ৩৫,০৭৩ কোটি টাকা যোগাড় করেছে রেল।
তথ্যের অধিকার আইনের আওতায় সমাজকর্মী তথা প্রবীণ সাংবাদিক জিতেন্দ্র সুরানা যে তথ্য পেয়েছেন, তা অনুসারে ওই পরিমাণ অর্থ ২০১৮-১৯-এ সিকিম ( প্রায় সাত হাজার কোটি টাকা), মিজোরাম (নয় হাজার কোটি টাকা) এবং মণিপুর (তেরো হাজার কোটি টাকা)-এর সম্মিলিত বাজেটের চেয়ে বেশি।
সুরানা রেলের কাছ থেকে প্রাপ্ত তথ্য জানিয়েছেন। রেল জানিয়েছে, ২০১১-১২ তে বাতিল সামগ্রী বিক্রয় করে সবচেয়ে বেশি ৪,৪০৯ কোটি টাকা পেয়েছে। সবচেয়ে কম অর্থ এই খাতে এসেছে ২০১৬-১৭ তে (২,৭১৮ কোটি টাকা)।
বাতিল সামগ্রীর মধ্যে সবচেয়ে বেশি বিক্রি হয়েছে রেল ট্রাক। গত ১০ বছরে এর থেকে রেল পেয়েছে ১১,৯৩৮ কোটি টাকা।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ক্রিকেট
জেলার
জেলার
Advertisement