Indigo Plane Hits Turbulence: মাঝ আকাশে দুর্যোগের কবলে, উড়ে গেল বিমানের সামনের অংশ, মৃত্যুর মুখ থেকে ফিরলেন ৫ তৃণমূল সাংসদ
Sagarika Ghose: তৃণমূলের যে পাঁচ সদস্য়ের প্রতিনিধি দল উপত্যকার উদ্দেশে রওনা দেয়, তাতে শামিল ছিলেন দলের সাংসদ ডেরেক ও’ব্রায়েন, নাদিমুল হক, সাগরিকা ঘোষ, মানুস ভুঁইয়া এবং মমতাবালা ঠাকুর।

শ্রীনগর: দুর্যোগের কবলে পড়ে উড়ে গিয়েছে Indigo বিমানের সামনের অংশ। সেই অবস্থায় কোনও রকমে বেঁচে ফিরলেন তৃণমূলের পাঁচ সাংসদ। সংঘাতের আবহে পাকিস্তান থেকে গোলাগুলিতে উপত্যকার বিস্তীর্ণ অঞ্চল ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানকার পরিস্থিতি খতিয়ে দেখতে বুধবার জম্মু ও কাশ্মীরের উদ্দেশে রওনা দেন তৃণমূলের পাঁচ সদস্যের প্রতিনিধিদল। Indigo-র যে বিমানে চেপে রওনা দিয়েছিলেন তাঁরা, সেটিই দুর্যোগের কবলে পড়ে। সেই পরিস্থিতিতে কীভাবে বেঁচে ফিরলেন তৃণমূলের সাংসদরা, তা সামনে এল। (Indigo Plane Hits Turbulence)
তৃণমূলের যে পাঁচ সদস্য়ের প্রতিনিধি দল উপত্যকার উদ্দেশে রওনা দেয়, তাতে শামিল ছিলেন দলের সাংসদ ডেরেক ও’ব্রায়েন, নাদিমুল হক, সাগরিকা ঘোষ, মানস ভুঁইয়া এবং মমতাবালা ঠাকুর। দিল্লি থেকে তাঁদের নিয়ে রওনা দেয় Indigo 6E2142 বিমানটি। কিন্তু মাঝ আকাশে থাকাকালীনই দুর্যোগের কবলে পড়ে বিমানটি। ঝড়, শিলাবৃষ্টি, বজ্রপাতের মধ্যে ঝাঁকুনি শুরু হয় বিমানটিতে। প্রবল শিলাবৃষ্টির দাপটে ক্ষতিগ্রস্ত হয় বিমানের নাকের অংশ। এত তীব্র আঘাত হানে শিলাবৃষ্টি যে বিমানের নাকের অংশ উড়ে যায়। বিমানটির যে ছবি সামনে এসেছে, তাতে ভেঙে, তুবড়ে গিয়েছে বিমানটির নাকের অংশ। বড় গর্তও চোখে পড়ছে। (Sagarika Ghose)
সেই মুহূর্তে বিমানে থাকার অভিজ্ঞতা সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন সাগরিকা। তিনি বলেন, “মৃত্যুকে কাছ থেকে দেখার অভিজ্ঞতা হল। মনে হচ্ছিল, সব শেষ হয়ে গেল। লোকজন চিৎকার করছিলেন, প্রার্থনা করছিলেন, চোখেমুখে আতঙ্ক ফুটে উঠছিল সকলের। পাইলটকে সেলাম, যিনি আমাদের ওই পরিস্থিতি থেকে বের করে এনেছেন। নেমে দেখলাম, বিমানের নাকের অংশ উড়ে গিয়েছে।” সাগরিকার সতীর্থরাও পাইলটকে ধন্যবাদ জানান।
Indigo-র ওই বিমানে মোট ২২৭ যাত্রী সওয়ার ছিলেন। দুর্যোগের কবলে যখন প্রবল ঝাঁকুনি হচ্ছে, সেই সময় এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করেন বিমানের পাইলট। জরুরি পরিস্থিতিতে বিমানটিকে অবতরণ করানো হয় শ্রীনগরে। দুর্যোগের সময় বিমানের ভিতর কী পরিস্থিতি তৈরি হয়েছিল, তার ভিডিও-ও সামনে এসেছে, যাতে আসনে বসে থাকা যাত্রীদের রীতিমতো দুলতে দেখা যাচ্ছে। মাথা নীচু করে প্রার্থনা করছেন কেউ, কেউ অন্য আসনে বসে থাকা পরিচিতকে হাত তুলে আশ্বাস দিচ্ছেন। ভেসে আসছে চিৎকার চেঁচামেচির শব্দও।
Indigo-র তরফে বিবৃতি প্রকাশ করে জানানো হয়েছে, দিল্লি থেকে শ্রীনগর যাওয়ার পথে হঠাৎই দুর্যোগের কবলে পড়ে বিমানটি। বিমানকর্মীরা নিয়ম মেনেই পরিস্থিতি সামাল দেন। নিরাপদে শেষ পর্যন্ত বিমানটি শ্রীনগরে অবতরণ করে। সেখানে সংস্থার কর্মীরা যাত্রীদের খেয়াল রাখেন। তাঁরা ঠিক আছেন কি না দেখা হয়। বিমানটিকে পর্যবেক্ষণ করে দেখা হবে, সেই মতো রক্ষণাবেক্ষণ হবে।






















