এক্সপ্লোর
Advertisement
সুপ্রিম কোর্টের ৪৭-তম প্রধান বিচারপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন শরদ অরবিন্দ ববদে
অযোধ্যা মামলায় পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চের সদস্য ছিলেন ববদে।
নয়াদিল্লি: ভারতের ৪৭-তম প্রধান বিচারপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন শরদ অরবিন্দ ববদে। তিনি রঞ্জন গগৈয়ের স্থলাভিষিক্ত হলেন। আজ তাঁকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। ১৭ মাস দায়িত্বে থাকবেন ববদে। তিনি ২০২১ সালের ২৩ এপ্রিল অবসর গ্রহণ করবেন।
গত ১৮ অক্টোবর প্রধান বিচারপতি হিসেবে ববদের নাম সুপারিশ করেন গগৈ। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ নিয়োগপত্রে সই করেন। এরপর আইনমন্ত্রক প্রধান বিচারপতি হিসেবে ববদের নাম ঘোষণা করে। গতকাল গগৈ অবসর গ্রহণ করার পর আজ দায়িত্ব নিলেন ববদে।
#WATCH Delhi: Justice Sharad Arvind Bobde takes oath as the 47th Chief Justice of India. He succeeds Justice Ranjan Gogoi. pic.twitter.com/Spb5Eys5KS
— ANI (@ANI) November 18, 2019
১৯৫৬ সালের ২৪ এপ্রিল নাগপুরে জন্ম হয় ববদের। তিনি নাগপুর বিশ্ববিদ্যালয় থেকে আইনের ডিগ্রি লাভ করেন। ১৯৭৮ সালে মহারাষ্ট্রের বার কাউন্সিলে তাঁর নাম নথিভুক্ত হয়। ১৯৯৮ সালে তিনি সিনিয়র আইনজীবী হন। ২০০০ সালের ২৯ মার্চ তিনি বম্বে হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি নিযুক্ত হন। ২০১২ সালে তিনি মধ্যপ্রদেশ হাইকোর্টের প্রধান বিচারপতি হন।
অযোধ্যা মামলায় পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চের সদস্য ছিলেন ববদে। গগৈয়ের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগের তদন্তের জন্য যে প্যানেল গঠিত হয়, সেটিরও সদস্য হন ববদে। গগৈকে প্রমাণের অভাবে ক্লিনচিট দেয় এই প্যানেল।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement