Jyoti Malhotra : গোয়েন্দাদের প্রশ্নবাণে কুপোকাৎ, অবশেষে বড় ISI যোগের স্বীকারোক্তি জ্যোতির, 'হ্যাঁ পাকিস্তানের...'
পাক হাই কমিশনের কর্মী দানিশের সূত্রেই তার সঙ্গে আলি হাসানের যোগাযোগ। দু’-দু’বার পাকিস্তানে যায় জ্যোতি।

আবির দত্ত, কলকাতা : প্রায় ৪ লক্ষ সাবস্ক্রাইবার থাকা 'ট্রাভেল উইথ জো'-র জ্যোতি মালহোত্রাকে পাক গুপ্তচর সন্দেহে গ্রেফতার করা হয়েছে। সন্দেহভাজনকে জেরায় মিলেছে নতুন তথ্য। পাক-কানেকশন নিয়ে জ্যোতিকে জিজ্ঞাসাবাদ করছে NIA এবং IB । প্রশ্নবাণে একেবারে ঝাঁঝরা করে দেওয়া হচ্ছে পাক গুপ্তচর সন্দেহে ধৃতকে। অবশেষে নাকি এসেছে চরম স্বীকারোক্তি। পাক গুপ্তচর সংস্থা ISI-এর অফিসার আলি হাসানের সঙ্গে তার যোগাযোগ ছিল, হাসানই পাকিস্তানে তার থাকা এবং ঘোরার ব্যবস্থা করে দেয় বলে জেরায় কবুল করেছে ট্রাভেল ভ্লগার জ্যোতি মালহোত্রা।
কীভাবে আলাপ দানিশের সঙ্গে ?
সূত্রের খবর, জ্যোতি জানিয়েছে, ২০২৩ সালে পাকিস্তানে যাওয়ার ভিসার জন্য দিল্লিতে পাক হাই কমিশনে গিয়ে তার সঙ্গে আলাপ হয় এহসান-ইর-রহিম ওরফে দানিশের। পাক হাই কমিশনের কর্মী দানিশের সূত্রেই তার সঙ্গে আলি হাসানের যোগাযোগ। দু’-দু’বার পাকিস্তানে যায় জ্যোতি। আলিই তার থাকা এবং ঘোরার ব্যবস্থা করে। সন্দেহভাজন পাক গুপ্তচর জ্যোতির জীবনযাত্রা ছিল কার্যত আলিশান। বৈভবে ভরা জীবনযাপন। একের পর এক দেশে বেড়ানো, পাঁচতারা হোটেলে থাকা, এসবের খরচা বহন করতেন কি জ্যোতি একাই?
ISI এজেন্টের সঙ্গে পরিচয় কীভাবে
জ্যোতির সঙ্গে পাক নিরাপত্তা বাহিনীর কর্তা এবং ইতালিয় আধিকারিকদের আলাপ করিয়ে দেয় আলি। সেখানেই রানা শাহবাজ ও শাকির নামে ২ জন ISI এজেন্টের সঙ্গে পরিচয় হয় জ্যোতির। সন্দেহ এড়াতে শাকিরের নম্বর নিজের মোবাইল ফোনে জাট রনধাওয়া নামে সেভ করেছিল জ্যোতি।
এরপর হোয়াটসঅ্যাপ, স্ন্যাপচ্যাট, টেলিগ্রামের মতো সোশাল মিডিয়া প্ল্যাটফর্মে এদের সকলের সঙ্গে যোগাযোগ রাখা এবং তথ্য বিনিময় শুরু করে বলে জেরায় কবুল করেছে জ্যোতি। অভিযোগ, পাকিস্তান থেকে দেশে ফেরার পরও পাক দূতাবাসের আধিকারিক দানিশনের সঙ্গে লাগাতার যোগাযোগ ছিল জ্যোতির।
জ্যোতির মোবাইল ফোনে স্পর্শকাতর এলাকার ভিডিও
তদন্তকারী সংস্থার দাবি, জ্যোতির মোবাইল ফোনে জম্মু কাশ্মীর ও লাদাখের সীমান্তবর্তী এলাকার প্রচুর ভিডিও মিলেছে। সেখানে নিরাপত্তা বাহিনীর গতিবিধি, রাডারের লোকেশন, হাই সিকিউরিটি জোনের ছবি রয়েছে। জ্যোতির মোবাইল ফোনের ক্লাউড স্টোরেজ থেকে রাজস্থানে ভারত-পাক সীমান্তের একাধিক স্পর্শকাতর এলাকার ভিডিও মিলেছে বলে সূত্রের খবর।























