সকালে সনিয়ার সাক্ষাৎ, দুপুরে জামিন তিহাড়ে বন্দি কংগ্রেস নেতা ডিকে শিবকুমারের
এদিন সকালেই তিহাড় জেলে গিয়ে শিবকুমারের সঙ্গে দেখা করে আসেন কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সনিয়া গাঁধী।
নয়াদিল্লি: স্বস্তি পেলেন আর্থিক তছরুপ মামলায় জেলবন্দি কংগ্রেস নেতা ডি কে শিবকুমার। বুধবার, তাঁকে জামিন দিল দিল্লি হাইকোর্ট। ব্যক্তিগত ২৫ লক্ষ টাকার বন্ডের বিনিময়ে আদালত তাঁকে জামিন দেয়। এর আগে, তিহাড় জেলে বন্দি শিবকুমারের জামিনের আবেদন খারিজ করে দেয় নিম্ন আদালত। গত ১৭ তারিখ জামিনের আর্জির শুনানিতে আদালতে শিবকুমারের কৌঁসুলি তাঁর সওয়ালে জানিয়েছিলেন, কোনও যথাযথ প্রমাণ না থাকা সত্ত্বেও তাঁর মক্কেলকে রাজনৈতিক কারণে গ্রেফতার করা হয়েছে। এর আগে, এদিন সকালেই তিহাড় জেলে গিয়ে শিবকুমারের সঙ্গে দেখা করে আসেন কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সনিয়া গাঁধী। সঙ্গে ছিলেন দলের সাধারণ সম্পাদক অম্বিকা সোনি। শিবকুমারের পরিবারের তরফে জানানো হয়, সনিয়া এদিন শিবকুমারকে আশ্বস্ত করে জানান, গোটা দল তাঁর পাশে আছে। এটা একটা রাজনৈতিক মামলা এবং বিরোধী নেতাদের এইভাবেই টার্গেট করা হয়ে থাকে।