দেশে করোনার আতঙ্ক-চিত্রের মধ্যেই আশার আলো দেখাল কর্নাটক
কর্নাটকে এখন করোনা আক্রান্তের সংখ্যা সাড়ে ৬ হাজার ছাড়িয়েছে। নতুন করে কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন ২৭১ জন। এরই মধ্যে করোনা জয় করে সুস্থ হলেন ৪ শতাধিক রোগী।
বেঙ্গালুরু: একদিকে যখন করোনা সংক্রমণ ও মৃত্যুতে রোজই নতুন রেকর্ড সৃষ্টি করছে দেশ, তখন আশার আলো দেখালো কর্নাটক। কর্নাটকে এখন করোনা আক্রান্তের সংখ্যা সাড়ে ৬ হাজার ছাড়িয়েছে। নতুন করে কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন ২৭১ জন। এরই মধ্যে করোনা জয় করে সুস্থ হলেন ৪ শতাধিক রোগী। হাসপাতাল থেকে ছাড়া পেলেন ৪৬৪ জন। আরও খুশির খবর, কর্ণাটকে এদিন নতুন করোনা-আক্রান্তর থেকে বেশি করোনা-মুক্ত হওয়ার সংখ্যা, বলছে সংবাদ সংস্থা। ১২ জুন সন্ধেয় পাওয়া স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুসারে, কর্নাটকে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৬,৫১৬। মারা গিয়েছেন ৭৯ জন। ছাড়া পেয়েছেন ৩৪৪০ জন। মৃতদের মধ্যে ২জন কলাবুর্গির, একজন হাসান এলাকার, ৪ জন বেঙ্গালুরুর। মৃতদের বয়স ৪৯ থেকে ৬০ এর আশেপাশে। যে ২৭১ জন নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন, তাঁদের মধ্যে ৯২ জন এসেছেন অন্য রাজ্য থেকে। বেশিরভাগই এসেছেন মহারাষ্ট্র থেকে। ১৪ জন এসেছেন বিদেশ থেকে।