Kashmir Attack: রাজস্থানে যুদ্ধ-প্রস্তুতি ভারতীয় সেনার ! প্রধানমন্ত্রীর বার্তার পর এবার কি পাকিস্তানের বিরুদ্ধে সার্জিক্যাল স্ট্রাইক ?
Kashmir Attack Indian Army রাজস্থানের থর মরুভূমিতে পাক বর্ডারের কাছে যুদ্ধ-প্রস্তুতি ! ফের পাকিস্তানের বিরুদ্ধে সার্জিক্যাল স্ট্রাইক ?

নয়াদিল্লি: প্রধানমন্ত্রীর বার্তার পর এবার প্রত্যাঘ্যাত ? রাজস্থানে যুদ্ধ-প্রস্তুতি ভারতীয় সেনার। ফের পাকিস্তানের বিরুদ্ধে সার্জিক্যাল স্ট্রাইক ? জয়পুরে সপ্তশক্তি কামান নিয়ে রাজস্থানের থর মরুভূমিতে পাক বর্ডারের কাছে যুদ্ধ-প্রস্তুতি। পাকিস্তানের সীমা অতিক্রম করে স্ট্রাইক ? এই যুদ্ধ-প্রস্তুতির মাধ্যমে।
আরও পড়ুন, ৪৮ ঘণ্টা পার, এখনও খোঁজ মেলেনি হুগলির বাসিন্দার, BSF জওয়ানকে আটক করে কোথায় নিয়ে গেল পাকিস্তান ?
প্রতিপক্ষের সীমা অতিক্রম করে কীভাবে স্ট্রাইক করা যায়, তার জন্যই ভারতের এই যুদ্ধ-প্রস্তুতি। এই যুদ্ধ-প্রস্তুতিতে প্যারা-এসএফ কম্যান্ডোর সঙ্গে ট্যাঙ্ক ও স্পেশাল আর্মড ভেহিক্যালসের ব্যবহার করা হয়েছে। শত্রুদের এলাকা কব্জা করতে এই ট্যাঙ্কের ব্যবহার করা হয়, সূত্রের খবর। এরপর প্যারা কম্যান্ডো অপারেশনের পর ফিরে আসে, সূত্রের খবর।
যে সমস্ত সন্ত্রাসবাদী এই হামলা ঘটিয়েছে এবং যারা ষড়যন্ত্র করেছে, তারা এমন শাস্তি পাবে, যা তাদের কল্পনারও অতীত। নাম না করে পাকিস্তানকে প্রত্য়াঘাতের হুঙ্কার দিলেন প্রধানমন্ত্রী। অধীর চৌধুরী বলছেন, মুখের কথা না, কাজের কথা চাই। পহেলগাঁওয়ে হামলার পর সামরিক তৎপরতা এখন তুঙ্গে! আরব সাগরে যুদ্ধজাহাজ INS সুরাত থেকে ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ করে নৌসেনা। সমুদ্রে নামানো হয়েছে যুদ্ধবিমান বহনকারী যুদ্ধজাহাজ INS বিক্রান্তকে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, এমন শাস্তি দেওয়া হবে, যা তাদের কল্পনারও বাইরে। কাশ্মীরের পহেলগাঁওয়ে এভাবেই ধর্ম জেনে, ঠাণ্ডা মাথায়, পয়েন্ট ব্ল্য়াঙ্ক রেঞ্জ থেকে পর্যটকদের খুন করে জঙ্গিরা! তারপর নির্লিপ্তভাবে মহিলাদের বলে, যান মোদিকে গিয়ে বলুন! ভারতের বুকে জঙ্গি হানা নতুন না হলেও, পহেলগাঁওয়ে যা হয়েছে তা নজিরবিহীন! কার্যত প্রধানমন্ত্রীকে খোলা চ্য়ালেঞ্জ করেছে পাকিস্তানি জঙ্গিরা!
এই প্রেক্ষাপটে প্রত্যাঘাতের হুঁশিয়ারি দিলেন নরেন্দ্র মোদি!প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, এই হামলা শুধুমাত্র নিহত পর্যটকদের ওপর হামলা নয়, দেশের শত্রুরা ভারতের আত্মার ওপর হামলা চালানোর দুঃসাহস দেখিয়েছে। আমি একেবারে পরিষ্কার করে বলে দিতে চাই, যারা এই হামলা চালিয়েছে, সেই সব সন্ত্রাসবাদীদের আর হামলার ষড়যন্ত্রকারীদের, তাদের এমন শাস্তি দেওয়া হবে, যা তাদের কল্পনারও বাইরে।
কংগ্রেসের প্রাক্তন সাংসদ অধীর চৌধুরী বলেন, আমরা তো চাই, জবাবের মতো জবাব চাই। মুখের কথা না, কাজের কথা চাই। পুলওয়ামার পরও এই ঘটনা ঘটল। জম্মু কাশ্মীরে কিন্তু হামলা থামেনি। দল-মত নির্বিশেষে নেতা থেকে সাধারণ মানুষ সকলে চাইছে সন্ত্রাসবাদ নির্মূল করতে যোগ্য় পদক্ষেপ করুক মোদি সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন,শাস্তি পাবে। শাস্তি হবেই হবে। এবার সন্ত্রাসবাদীদের বেঁচে থাকা জমিটুকুও মাটিতে মিশিয়ে দেওয়ার সময় এসেছে। ১৪০ কোটি ভারতীয়ের ইচ্ছাশক্তি এবার সন্ত্রাসবাদীদের কোমর ভেঙে দেবে।
উইং কমান্ডার প্রফুল্ল বক্সী (অবসরপ্রাপ্ত)বলেন, পাকিস্তানকে আরও আগে চাপ দেওয়া প্রয়োজন ছিল। কারণ পাকিস্তানই এসব করে। কখন প্রয়োজন ছিল? যখন ২৬/১১ হয়েছিল, যখন সংসদে হামলা হয়েছিল,কার্গিল প্রভৃতি...। আমাদের কাছে বহু কারণ ছিল। অনেক দেরি হয়ে গেছে। দের আয়ে দুরস্ত আয়ে। শেষ অবধি কোন পথে পাকিস্তানকে জবাব দেয় মোদি সরকার, সেদিকেই সবার নজর।






















