এক্সপ্লোর
Advertisement
অক্ষয়ের মুখে ‘অশ্লীল শব্দ’, ক্যাটরিনা কি অপমানিত হয়েছিলেন?
এক সংবাদপত্র বলছে, ক্যাটরিনাকে এই দৃশ্যের ব্যাপারে আগে থেকে বলা থাকলেও তাঁর লিখিত সম্মতি হয়ত এতে ছিল না। আইন বলছে, বিখ্যাত কোনও ব্যক্তির উল্লেখ কোনও ছবিতে রাখতে হলে তাঁর পাকাপোক্ত অনুমতি নিতেই হবে।
মুম্বই: অক্ষয় কুমার-করিনা কপূরের গুড নিউজ প্রথম সপ্তাহেই বাম্পার হিট। ৩ দিনে তার রোজগার ৬৫ কোটি টাকা! এই কমেডি অফ এররস দারুণ পছন্দ হয়েছে দর্শক-সমালোচকদের। কিন্তু ক্যাটরিনা কাইফ এই খবরে বিশেষ খুশি কিনা কে জানে।
ছবির এক দৃশ্যে অক্ষয় কুমারকে তাঁর শুক্রাণুর নমুনা সংগ্রহ করার ছিল। তিনি স্ত্রী করিনাকে ফোন করে বলেন, তাঁকে কিছু অশ্লীল শব্দ বলতে। কিন্তু করিনা বলেন, তাঁর সঙ্গে ক্যাটরিনা কাইফ রয়েছেন, ক্যাটরিনার সাক্ষাৎকার নিচ্ছেন তিনি। অক্ষয় বলেন, তাহলে ক্যাটরিনাকেই করিনা ফোনে ধরিয়ে দিন।
এক সংবাদপত্র বলছে, ক্যাটরিনাকে এই দৃশ্যের ব্যাপারে আগে থেকে বলা থাকলেও তাঁর লিখিত সম্মতি হয়ত এতে ছিল না। আইন বলছে, বিখ্যাত কোনও ব্যক্তির উল্লেখ কোনও ছবিতে রাখতে হলে তাঁর পাকাপোক্ত অনুমতি নিতেই হবে। ক্যাটরিনা সিবিএফসি-কে এমন কোনও চিঠি সম্ভবত দেননি, ফলে দৃশ্যটি দেখানো উচিত নয়। বলেছেন সেন্সর বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান পহলাজ নিহালনি।
তবে ক্যাটরিনাকে শিগগিরই অক্ষয়ের বিপরীতে দেখা যাবে রোহিত শর্মার সূর্যবংশী ছবিতে। এছাড়া তাঁর হাতে ছিল রেমো ডিসুজার স্ট্রিট ডান্সার ৩, শ্যুটিং শুরুর আগে তিনি ছবিটি ছেড়ে দিয়েছেন। বরুণ ধবন জানিয়েছেন, আগের ছবিতে শ্রদ্ধা কপূর ছিলেন, এ ছবিতে সুযোগ না পাওয়ায় তিনি কষ্ট পেয়েছিলেন। ক্যাটরিনা সময় সংক্রান্ত সমস্যার জেরে ছবিটি ছেড়ে দেওয়ায় শ্রদ্ধাকে সুযোগ দিয়েছেন তাঁরা।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
ব্যবসা-বাণিজ্যের
অটো
Advertisement