Rabindranath Chatterjee Update: রবীন্দ্রনাথেই আস্থা, ফের কাটোয়া পৌরসভার প্রশাসক পদে বর্ষীয়ান নেতা
ফের কাটোয়া পৌরসভার প্রশাসক পদে বসলেন বর্ষীয়ান নেতা রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়।
রাণা দাস, কাটোয়া : রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের উপরেই ভরসা রাখল দল। ফের কাটোয়া পৌরসভার প্রশাসক পদে বসলেন বর্ষীয়ান এই নেতা ।
লোকসভা ও বিধানসভা ভোটের ফল অনুযায়ী, কাটোয়া পৌরসভা এলাকায় পিছিয়ে তৃণমূল কংগ্রেস। তাই দলের অনেকেই সন্দেহ করছিলেন, পৌর প্রশাসক পদে এবার রবি চ্যাটার্জির উপর নেতৃত্ব ভরসা নাও রাখতে পারেন। তবে শেষ পর্যন্ত তাঁর উপরেই ভরসা রাখলেন তৃণমূল সুপ্রিমো। আজ কাটোয়া পৌরসভার প্রশাসক পদে বসলেন রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়।
2021-এর বিধানসভা ভোটে দাঁড়ানোর জন্য পৌর প্রশাসকের পদ থেকে পদত্যাগ করতে হয়েছিল রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়কে। বিধানসভায় জয়লাভ করলেও, কাটোয়া পৌরসভা এলাকায় বিজেপি এগিয়েছিল। এর পরেই নানান গুঞ্জন শুরু হয়েছিল বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়কে নিয়ে । অনেকেই মনে করছিলেন, পৌর প্রশাসক পদে নতুন কোনও মুখ আসতে পারেন।
২৫ বছর ধরে কংগ্রেস ও তৃণমূলের প্রার্থী হয়ে কাটোয়া পৌরসভা নিজের দখলে রেখেছিলেন রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। তবে শেষ লোকসভা ও বিধানসভা ভোটে কাটোয়া পৌরসভার মানুষ কিন্তু তৃণমূলের থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন । তাই অনেকেই ভাবছিলেন যে এবারও কি কাটোয়া পৌরসভা রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের হাতেই থাকবে ? তবে শেষমেশ দেখা গেল, তিনি বসলেন কাটোয়া পুরসভার প্রশাসক পদে । তবে তিনি এটা স্বীকার করে নিয়েছেন যে, কাটোয়ার মানুষ একসময় তৃণমূলের থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন।
বিজেপির বক্তব্য, রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়কে দল ভরসা করলেও, কাটোয়া পৌরসভা এলাকার মানুষ লোকসভা ও বিধানসভা ভোটে বিজেপির ওপরই ভরসা রেখেছেন। তাই এবার পৌরভোটে বিজেপি পৌরসভা দখল করবে।
অন্যদিকে শহরের কিছু মানুষ বলছেন, 25 বছর একই মানুষ একই পদে থাকছেন। তাই সেখানে অন্য কেউ আসুক। আবার অনেকে এটাও চাইছেন যে, রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় কাটোয়া পৌরসভার ফের পৌরপ্রধান হোক। তাঁর অনেক অভিজ্ঞতা রয়েছে। যা কাজে লাগবে পৌর উন্নয়নের ক্ষেত্রে।
প্রাক্তন তৃণমূল কাউন্সিলারও মনে করছেন যে, রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের নেতৃত্বে এবারের পৌর নির্বাচনে তৃণমূল জিতবে।