Kedarnath: দীপাবলিতে প্রবল তুষারপাত কেদারনাথে, কবে থেকে বন্ধ হচ্ছে মন্দিরের দরজা?
Kedarnath Temple: কেদারনাথের নির্বাহী আধিকারিক আরসি তিওয়ারি জানিয়েছেন, ঠান্ডা ও তুষারপাতের মধ্যেই শুক্রবার সকাল থেকে শ্রী কেদারনাথ মন্দির সাজানোর কাজ শুরু হয়েছে।
নয়া দিল্লি: দীপাবলী উৎসবের আগে ভূত চতুদর্শীর দিনে সেজেছে উত্তরাখণ্ডের (Uttarakhand) কেদারনাথ (Kedarnath Dham) ধাম ও বদ্রিনাথ মন্দির (Badrinath Temple)। ধনতেরাস উৎসব উপলক্ষে শুক্রবার শ্রী বদ্রীনাথ-কেদারনাথ মন্দির কমিটি, বদ্রীনাথ ও কেদারনাথ মন্দিরকে ফুল দিয়ে সাজিয়েছে।
কেদারনাথের নির্বাহী আধিকারিক আরসি তিওয়ারি জানিয়েছেন, ঠান্ডা ও তুষারপাতের মধ্যেই শুক্রবার সকাল থেকে শ্রী কেদারনাথ মন্দির সাজানোর কাজ শুরু হয়েছে। দেশের অনেক রাজ্য ও এলাকায় তুষারপাত অব্যাহত রয়েছে। উত্তরাখণ্ডের কেদারনাথ ধাম বর্তমানে তুষারে ঢাকা রয়েছে কারণ সেখানে দু'দিন ধরে একটানা তুষারপাত হচ্ছে।
কেদারনাথ মন্দিরকে পবিত্র তীর্থস্থানগুলির মধ্যে একটি হিসাবে বিবেচনা করা হয়, যা মন্দাকিনী নদীর তীরে অবস্থিত। ভিড় বেড়েছে কেদারনাথ ধামে বিশ্ব বিখ্যাত কেদারনাথ ধামে প্রবল তুষারপাত হচ্ছে। গতকাল রাত থেকে এখন পর্যন্ত এই ধামে এক ফুটের বেশি বরফ জমেছে। তুষারপাতের পর পুরো কেদারনগরী সাদা। ধামে পৌঁছনো তীর্থযাত্রীরাও তুষারপাত উপভোগ করছেন। তবে তুষারপাতের কারণে ধামে প্রচণ্ড ঠান্ডা বেড়েছে। এছাড়া ধামে চলমান পুনর্গঠনের কাজও বন্ধ রয়েছে।
#WATCH | In Rudraprayag, Uttarakhand, the Kedarnath temple gears up with flowers ahead of the Diwali festival. The temple presents a captivating sight, combining enchanting snow and floral decorations.#KedarnathTemple #Uttarakhand #Snowfall #Weather #Diwali2023 #ABPLive pic.twitter.com/9VZji2ombG
— ABP LIVE (@abplive) November 11, 2023
আরও পড়ুন, কালী দিগম্বরী, শক্তির আধার, বঙ্গদেশের অধিষ্ঠাত্রী দেবী, আজ রাজ্যজুড়ে সেই মাতৃশক্তির আরাধনা
মন্দির কর্তৃপক্ষের তরফে বলা হয়েছে, ১৫ নভেম্বরের পর মন্দিরের দরজা বন্ধ হতে পারে। গত এক সপ্তাহ আগে থেকেই কেদারে বেড়েছে তুষারপাত। ব্যাহত হচ্ছে হেলিকপ্টার সার্ভিসও। আজ থেকেই বন্ধ হতে পারে কেদার রক্ষক ভৈরবনাথে দরজা।
বাবা কেদারের দরজা বন্ধ করার প্রক্রিয়ার অংশ হিসাবে, ভগবান কেদারনাথের দারোয়ান ভকুন্ত প্রবল তুষারপাতের মধ্যে দরজা বন্ধ করেছিলেন। আজ বিকেলে আনুষ্ঠানিক পূজা ও হবন শেষে ভৈরবনাথের শীতকালের জন্য ভকুন্ত বন্ধ রাখা হয়।