KMC on Covid19: হোয়াটসঅ্যাপেই বুক করা যাবে ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ, বিশেষ ব্যবস্থা কলকাতা পুরসভার
কলকাতা পুরসভার দেওয়া নম্বরটি গিয়ে কয়েকটা সহজ ধাপেই ভ্যাকসিন-ভোগান্তি থেকে মুক্তির সুযোগ।
কলকাতা : ভ্যাকসিন-ভোগান্তি দূর করতে বিশেষ উদ্যোগ কলকাতা পুরসভার। এবার থেকে হোয়াটসঅ্যাপ বুকিংয়ের মাধ্যমেই দ্বিতীয় ডোজের টিকা পাবেন কলকাতা পুরসভা এলাকার বাসিন্দারা। যে বিশেষ পরিষেবার জন্য একটি হোয়াটসঅ্যাপ নম্বরও চালু করছে কলকাতা পুরসভা। গোটা প্রক্রিয়াটির পোশাকি নাম দেওয়া হয়েছে 'হোয়াটসঅ্যাপ বোট'।
যে নম্বরটির মাধ্যমে গোটা প্রক্রিয়া সম্পূর্ণ করা যাবে সেটি হল 8335999000। যে নম্বরের মাধ্যমে করা যাবে দ্বিতীয় ডোজের জন্য অগ্রিম বুকিং। প্রথমে কলকাতা পুরসভার দেওয়া নম্বরটিতে নিজের হোয়াটসঅ্যাপ নম্বর থেকে 'Hi' লিখে পাঠাতে হবে। তারপর জানাতে হবে কবে প্রথম ডোজ নিয়েছিলেন সেই দিনক্ষণ। কোনও একটি আইডি গ্রুফ জমা করতে হবে। যার পর সুযোগ পাওয়া যাবে ভেন্যু বা টিকাকরণ কেন্দ্র বেছে নেওয়ার। সেখানে গিয়ে করতে হবে স্লট বুকিং।
যে প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে গেলে নির্দিষ্ট ভ্যাকসিনেশন সেন্টারে বেছে নেওয়া স্লটে গিয়ে পাওয়া যাবে দ্বিতীয় ডোজ। হোয়াটসঅ্যাপে যে আইডি গ্রুফ জমা দিয়েছেন টিকা নেওয়ার সময় সেটির হার্ড কপি সঙ্গে রাখতে হবে। আর দেখাতে হবে হোয়াটসঅ্যাপ মেসেজটি।
একঝলকে দেখে নিন কীভাবে হবে পুরো প্রক্রিয়া-
- কলকাতা পুরসভার অধীনে ভ্যাকসিনের দ্বিতীয় ডোজের জন্য হোয়াটসঅ্যাপ নম্বর 8335999000।
- কলকাতা পুরসভার দেওয়া নম্বরটিতে নিজের হোয়াটসঅ্যাপ নম্বর থেকে 'Hi' লিখে পাঠাতে হবে।
- তারপর জানাতে হবে কবে প্রথম ডোজ নিয়েছিলেন সেই দিনক্ষণ।
- কোনও একটি আইডি গ্রুফ জমা করতে হবে।
- যার পর সুযোগ পাওয়া যাবে ভেন্যু বা টিকাকরণ কেন্দ্র বেছে নেওয়ার।
- সেখানে গিয়ে করতে হবে স্লট বুকিং।
- হোয়াটসঅ্যাপে যে আইডি গ্রুফ জমা দিয়েছেন টিকা নেওয়ার সময় সেটির হার্ড কপি সঙ্গে রাখতে হবে।
- আর দেখাতে হবে হোয়াটসঅ্যাপ মেসেজটি।
এই কয়েকটি পদ্ধতি মেনে এগোলেই ভিড়, ভোগান্তি এড়িয়ে পাওয়া যাবে ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ। তৃণমূল কংগ্রেস সরকার ক্ষমতায় ফেরার পরই কলকাতা পুরসভার প্রশাসকমন্ডলীর মাথায় বসেছেন ফিরহাদ হাকিম। তিনি তাঁর প্রথম টক টু মেয়র অনুষ্ঠানে একাধিক ফোন পেয়েছিলেন ভ্যাকসিন ভোগান্তি নিয়ে। যার পরই দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছিলেন তিনি।