রবি কিনাগীর নামে ভুয়ো ফেসবুক অ্যাকাউন্ট খুলে অভিনেত্রীকে কু-প্রস্তাব
অভিনেত্রীর দাবি, পরে ওই প্রোফাইল খতিয়ে দেখে তিনি বুঝতে পারেন পরিচালকের নাম ও ছবি ব্যবহার করে খোলা ওই অ্যাকাউন্ট ভুয়ো।
কলকাতা: নামী পরিচালকের নামে ফেসবুকে বন্ধুত্ব গড়ে অভিনেত্রীকে কু-প্রস্তাব দেওয়ার অভিযোগ উঠল। টিভি সিরিয়ালের অভিনেত্রী পায়েল সরকারের অভিযোগ, পরিচালক রবি কিনাগীর নামে গতকাল তাঁকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো হয়। এর পরই মেসেঞ্জারে নায়িকা হওয়ার টোপ দিয়ে দেওয়া হয় কু-প্রস্তাব। এর পরই অভিনেত্রী স্ক্রিন শট তুলে তা নিজের প্রোফাইলে শেয়ার করেন।
অভিনেত্রীর দাবি, পরে ওই প্রোফাইল খতিয়ে দেখে তিনি বুঝতে পারেন পরিচালকের নাম ও ছবি ব্যবহার করে খোলা ওই অ্যাকাউন্ট ভুয়ো। এর পরই ই মেল করে লালবাজার ও ব্যারাকপুর কমিশনারেটের সাইবার ক্রাইম সেলে অভিযোগ জানান অভিনেত্রী। পরিচালক রবি কিনাগী জানিয়েছেন, এনিয়ে তিনিও আইনি পদক্ষেপের কথা ভাবছেন। পাশাপাশি, এসব ক্ষেত্রে অভিনেতা-অভিনেত্রীদের বাড়তি সতর্ক থাকারও পরামর্শ দিয়েছেন পরিচালক।
জুলাই নাগাদ, টলিউডের পরিচালক রাজীব কুমারের বিরুদ্ধে ছবিতে সুযোগ দেওয়ার বিনিময়ে আপত্তিকর প্রস্তাব দেওয়ার অভিযোগ আনেন বাংলাদেশের অভিনেত্রী শান্তা পাল। যদিও এ বিষয়ে রাজীবের প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তিনি ফোন ধরেননি, এসএমএসেরও জবাব দেননি।
ছবিতে সুযোগ দেওয়ার বিনিময়ে কুপ্রস্তাব দেন টালিগঞ্জের পরিচালক। এমনই অভিযোগ করেছিলেন বাংলাদেশের অভিনেত্রী। একটি তেলুগু ছবিতে কাজ করতে চলেছেন শান্তা। লকডাউন উঠে গেলেই শ্যুটিং শুরু হবে। আন্তর্জাতিক প্রযোজনায় একটি বাংলা ছবিতেও কাজ করবেন তিনি। সেই ছবিতে তাঁর সঙ্গে কাজ করবেন কলকাতার নামী অভিনেতা অঙ্কুশ। কিন্তু ছবির কাজ শুরুর আগেই কুপ্রস্তাব পেয়েছেন বলে জানান এই অভিনেত্রী।
সে সময়ে ঢাকায় নিজেদের বাড়িতেই ছিলেন শান্তা। সেখান থেকে ফোনে এবিপি আন্দকে তিনি জানালেন, ‘ফেসবুকের মাধ্যমে রাজীব কুমারের সঙ্গে যোগাযোগ হয়। আমি তাঁকে চিনতাম না। তিনি আমাকে বলেন, একটি ছবির বিষয়ে কথা বলার জন্য ঢাকা আসবেন। আমি যদি তাঁর ছবিতে কাজ করতে রাজি থাকি,তাহলে হোটেলের ঘরে গিয়ে তাঁর সঙ্গে কথা বলতে হবে। তিনি আমাকে কুপ্রস্তাব দেওয়ার পাশাপাশি আপত্তিকর ছবিও পাঠাতে বলেন। আমি রাজি হইনি।’