Ananda sokal: উপনির্বাচনের আবহে ফিরে আসছে হুমকির রাজনীতি? উঠছে প্রশ্ন
ABP Ananda Live: 'একবেলা খাবারের টাকা জমিয়ে একটা একটা করে যন্ত্র কিনে রাখতে হবে' । 'চোখের ওপর চোখ রাখলে তার চোখ তুলে নিতে হবে' । তালডাংরা বিধানসভার উপনির্বাচনের প্রচারে গিয়ে নাম না করে অস্ত্র তুলে নেওয়ার হুঁশিয়ারি বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানার । ১৩ নভেম্বর এই কেন্দ্রে উপনির্বাচন, তার আগে বিজেপি বিধায়কের হুঁশিয়ারি নিয়ে তৈরি হয়েছে বিতর্ক । দলটা অশিক্ষিত লোকে ভর্তি, এটাই ওদের সংস্কৃতি, বিজেপিকে পাল্টা তোপ তৃণমূল নেতৃত্বর।
ফের লাইনচ্য়ুত এক্সপ্রেস। দক্ষিণ পূর্ব রেলের নলপুর স্টেশনের কাছে লাইনচ্য়ুত হল ডাউন শালিমার সেকন্দ্রাবাদ সাপ্তাহিক এক্সপ্রেসে। আজ ভোর সাড়ে পাঁচটা নাগাদ শালিমাার স্টেশনের দিকে যাওয়ার সময় ঘটে এই ঘটনা। সূত্রের খবর, এক নম্বর লাইন থেকে যাওয়ার কথা থাকলেও এক্সপ্রেসটি কোনভাবে দু'নম্বর লাইনে চলে আসে।

















